পুঁথি পাঠ..
এসো ভাই ও বন্ধু স্বজন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া ( ইন্ডিয়া )
এসো ভাই ও বন্ধু স্বজন
ভালো পথে হাঁটি,
মিথ্যা থেকে থাকলে দূরে
ঈমান হবে খাঁটি ।
আনলে ঈমান.....
আনলে ঈমান হবে মুসলমান
মুসলিম হবে তবে,
তুমি মুসলিম হলে নাকি
দেখো ভেবে ভেবে !
সময় আছে......
সময় আছে ভাবো তুমি
সৃষ্টি গুলো দেখো,
স্রষ্টার পায়ের কাছে তুমি
তোমার মাথা রাখো ।
রাখলে মাথা......
রাখলে মাথা ধন্য তুমি
কবুল হলে দোয়া,
এই জীবনেরই শ্রেষ্ঠ হবে
তোমার চাওয়া পাওয়া ।
তাইতো তুমি......
তাইতো তুমি অনেক দামি
জানি সৃষ্টির সেরা,
কেমন করে হওগো তুমি
নষ্ট ভ্রষ্ট ছোরা ।
এমন হলে......
এমন হলে দিবে ফেলে
তোমায় জাহান্নামে,
অর্থ সম্পদ কোনো কিছুই
আসবে না যে কামে ।
তাইতো বলি......
তাইতো বলি রবের পথে
জীবন ওভাই গড়ো,
চলার পথে শুধুই তুমি
তাঁকেই ভয় করো ।
করলে ভয়.......
করলে ভয় হবে জয়
ক্ষমা পাবে মেলা,
তাইতো তুমি সময়টাকে
করো নাকো হেলা ।
এই দুনিয়াটা.......
এই দুনিয়াটা নয়তো বাঁকা
চললে ভালো পথে,
ভালো কাজের জন্য তোমায়
দিবে জান্নাতে ।
সেই ভালো কাজটা......
সেই ভালো কাজটা করো নাকো
লোক দেখানো ভাই,
লোক দেখানো কাজের বন্ধু
কোনো মূল্য নাই ।
মূল্য যদি........
মূল্য যদি পেতে চাও
ঈমান করো পাকা,
তবে ও ভাই পাবে তুমি
আল্লাহ তাআলার দেখা ।
মনে তোমার.......
মনে তোমার এই আশাটা
লালন করো ভাই,
ওই হাশরের দিনে যেন
নাজাত পেয়ে যাই ।
জীবন হবে.......
জীবন হবে ফুলের মতো
নিষ্পাপ শিশু যেমন,
তোমার আমার পথ চলা
হোকনা ওমরের মতন ।
যে ওমর ছিল......
যে ওমর ছিল ভয়ে কাতর
আবার সাহস ছিল মেলা,
তারই ভয়ে কাঁপত জানি
ওই কাফের গুলা ।
তুমি ওভাই.........
তুমি ওভাই সাহস রাখো
রবের হুকুম মেনে,
নবীর উম্মত তবে তুমি
দেখো জেনে শুনে ।
এসো সবাই.........
এসো সবাই রবের কাছে
তুলি দুটি হাত,
কবুল করো কবুল করো
প্রভু মোদের মুনাজাত ।
আমরা গুনাহগার.............. ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন