তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
যার ব্যবহারে আল্লাহ খুশি
সেই তো ভাগ্যবান,
তাই ঠেলে ফেলে দিয়োনা ওদের
ওরা যে মেহমান ।
এতিম মিসকিন বিধবা ফকির
সবই আল্লাহর দান,
তাই ওদের খিদমত করে তুমি
শক্ত করো ঈমান ।
যার ব্যবহারে......
ওরা তোমার কাছে আসে
মুসাফির বেশে,
নাওগো তুমি বুকে টেনে
হেসে ভালোবেসে ।
তবে তুমি নাজাত পাবে
দিবে আল্লাহ সম্মান ।
তাই ওদের খিদমত করে তুমি
শক্ত করো ঈমান ।
যার ব্যবহারে...... ।
তুমি মানুষ ওরাও মানুষ
সবই আল্লাহর মাখলুকাত,
তবে কিসের বড়াই এতো
করোনা ওদের আঘাত ।
তুমি ওদের সহায় হলে
হবে মর্যাদা বান ।
তাই ওদের খিদমত করে তুমি
শক্ত করো ঈমান ।
যার ব্যবহারে...... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন