বন্ধু তুমি বন্ধু হয়ে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
বন্ধু তুমি বন্ধু হয়ে
ক্ষমা আমায় করলে না,
কি অপরাধ ছিলো বলো আমায়
করলে খুন চার'জনা ।
আমাকে তোমরা নিয়ে গেলে
ওই দূরে নির্জনে,
চেয়েছিলাম বেঁচে থাকতে আমি
তবুও মারলে প্রাণে ।
-------
কিসের নেশায় বন্ধু আমার
করলে এতো বড়ো ক্ষতি,
মানুষ নামের পশু সেজে
হারিয়েছো মানব নীতি ।
আমি বন্ধু ভালো আছি
হয়তো তোমরা জানোনা,
কি অপরাধ ছিলো বলো আমায়
করলে হত্যা চার'জনা ।
বন্ধু তুমি বন্ধু......
হাত ধরেছি পা ধরেছি
বন্ধু আমার মেরোনা,
আমার কাছে কি চাওগো বলো
দোহাই ক্ষমা করে দাওনা ।
------
সাক্ষী হয়ে থাকবে আমার
পাশে জানি দেশবাসী,
অপরাধের শাস্তি পাবে
হবে তোমাদের ফাঁসি ।
আমি বন্ধু কেমন আছি
তোমারা তো আর জানোনা,
কি অপরাধ ছিলো বলো আমায়
করলে হত্যা চার'জনা ।
বন্ধু তুমি বন্ধু...... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন