তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
রবের নিকট তোলো দুহাত
তিনিই মোদের রাব্বানা,
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা ।
ছিলে কোথায় বলো তুমি
নব রূপে সেজে,
মায়ের কাছে করো এমন
প্রশ্ন মাঝে মাঝে ।
জানবে তবে স্রষ্টা কে যে
কেবা করে পরিচালনা ।
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা ।
যার আদেশে হয় যে দেখো
সৃষ্টি যতো সব,
তারই আদেশ মানবে তুমি
করবে অনুভব ।
সুযোগ যদি যাও পেয়ে যাও
দেরি ও ভাই করোনা ।
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন