জগতের সেরা যিনি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি
নামটি মুহাম্মদ....।
এনেছেন শ্রেষ্ঠ নীতি
শিখিয়েছেন মানব প্রীতি
তিনি ধরায় রহমত ।
আঁধারে বাতি জ্বেলে
উম্মতের তরে বলে,
উন্নত জাতি তুমি
স্রষ্টার নিয়ামত ।
ফিরে যেতে হবে জানি
হোকনা সে অনেক জ্ঞানী,
দিলেন তিনি তাই
এই নসিহত ।
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি
নামটি মুহাম্মদ....।
জগতের সেরা.............
সেরাদের সেরা যিনি
তিনিই হলেন অনেক জ্ঞানী,
উম্মতের তরেই শুধু
চাইতো নাজাত ।
রক্তঘামে কষ্ট করে
গেলেন তিনি প্রচার করে,
সামনেই আছে দেখো
বড়ো মুসিবত ।
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি
নামটি মুহাম্মদ....।
জগতের সেরা............. ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন