বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কতো হলে ধনী হয় !

কতো হলে ধনী হয় !
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ধনী বলে জাহির করো 
কতো হলে ধনী হয় ? 
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

কিনলে গাড়ি গড়লে বাড়ি 
মনে তোমার সুখ নাই,
হারাম দিয়ে দেহটাকে 
সাজিয়েছো বড়ো ভাই ।
তুমি মরবে কথা ভুলে গেছো 
হারাম হালাল বাছো নাই ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

তুমি বিলাসীতায় গড়লে জীবন 
কারোর দুঃখ বোঝো নাই, 
অহংকারে মগ্ন হয়ে 
কাটালে দিন বদ নেশায় ।
তবু তুমি রবের আদেশ 
ভুলে আছো সর্বদায় ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় !! 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন