তোমার নজর উদ্ধ যদি হয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তোমার নজর উদ্ধ যদি হয়
সময় করবে অপচয়,
তাই বলবো সদা রবকে তুমি
করো ও ভাই ভয় ।
যে নজর তোমার ধ্বংস করে
ওই আখেরাত,
অনেক পাওয়ার আশায় দেখো
ঝরে যায় হায়াত ।
নেক নজর দিয়ে দেখো পৃথিবী...
থাকতে সময় ভাই ।
তাই বলবো সদা রবকে তুমি
করো ও ভাই ভয় ।
শয়তান তোমার পদে পদে
করে অনুসরণ,
ভালো কাজ করতে শুধু
মন'কে করে বারণ ।
ভালো পথে রাখতে নজর...
ঈমান আনতে হয় ।
তাই বলবো সদা রবকে তুমি
করো ও ভাই ভয় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন