রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

তোমার নজর উদ্ধ যদি হয়

তোমার নজর উদ্ধ যদি হয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার নজর উদ্ধ যদি হয় 
সময় করবে অপচয়, 
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।  

যে নজর তোমার ধ্বংস করে 
ওই আখেরাত, 
অনেক পাওয়ার আশায় দেখো 
ঝরে যায় হায়াত ।
নেক নজর দিয়ে দেখো পৃথিবী...
থাকতে সময় ভাই ।
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।  

শয়তান তোমার পদে পদে 
করে অনুসরণ, 
ভালো কাজ করতে শুধু 
মন'কে করে বারণ । 
ভালো পথে রাখতে নজর...  
ঈমান আনতে হয় ।
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন