ঈদের গান ৩
ঈদের খুশি ভাগ করে নাও
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
ঈদের খুশি ভাগ করে নাও
চলো একসাথে যায় ঈদগায় ।
গরিব দুঃখির মুখে খাবার
দাও তুলে দাও ভাই ।
পথে পথে ঘুরছে দেখো
আজ কতো অসহায়,
ঈদের দিনেও কষ্টে আছে
ওরা যে সবাই ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।
ওদের সাথী হলে তুমি
আল্লাহ খুশি হয়,
ফেরেশতারা লিখবে নেকী
প্রতিযোগিতায় ।
এমন সুযোগ আর পাবে না
আজরাইল এলে হায় ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।
সিয়াম শুধু নয়তো ও ভাই
পেটটা খালি রাখা,
জাকাত সহ ইফতার নিয়ে
ওদের পাশে থাকা ।
তবেই পাবে ঈদের খুশি
যদি আত্মশুদ্ধি হয় ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন