শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

তুমি মুসলিম জাতি

তুমি মুসলিম জাতি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ফিৎনার মাঝে ডুবে কেন 
ওহে মুসলিম জাতি, 
তুমি বাতিল থেকে থাকবে দূরে 
এটাই তোমার খ্যাতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..

তুমি থাকবে সদা হকের পথে 
আনবে বলে সুদিন, 
তুমি মানব জাতির মাঝে দিবে 
ভালোবাসা সীমাহীন ।
তুমি ভক্ষক নও তুমি রক্ষক 
এটাই তোমার নীতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি.. 

তুমি অন্যায় রুখে ঘুচিয়ে ছিলে 
কতো মানুষের হাহাকার, 
তুমি শত আঘাত সহ্য করে 
শান্তি দিলে উপহার । 
তুমি বীরের বেশে বুঝিয়ে দিলে 
রাখবে কেমন সম্প্রতি ।
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন