যার ইশারায় খন্ড হলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
যার ইশারায় খন্ড হলো
ওই আকাশের চাঁদ,
তিনি রবের প্রিয় হাবিব
নবী মুহাম্মদ (সাঃ) ।
এই ধরনীতে তিনি এলেন
রহমত বরকত নিয়ে,
অন্ধ পথিক পথটি পেলো
তার আঙিনায় গিয়ে ।
সেই নবীর ওই আগমনে
ধন্য তামাম মাখলুকাত ।
তিনি রবের প্রিয় হাবিব
নবী মুহাম্মদ (সাঃ) ।
ওমর খাব্বাব আবু বক্কর
তার আঙিনায় গিয়ে,
মাটির মানুষ হলেন সবাই
হাতে বায়াত নিয়ে ।
কতো অবুঝ মানুষ বুঝ যে পেলো
নিলো তারা হিদায়াত ।
তিনি রবের প্রিয় হাবিব
নবী মুহাম্মদ (সাঃ) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন