শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

কুরআনের জ্ঞান

কুরআনের জ্ঞান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

নিতে যদি চাও জ্ঞান 
পড় কুরআন, 
তবে তুমি পাবে ও ভাই
সমস্যার সমাধান ।

চারিদিকে অন্যায় 
জালিমের দাবানল, 
কুরআনের পথেই তবু 
থাকো তুমি অবিচল ।
তবে তুমি মুক্তি পাবে হাশরের দিন, 
রাসুলের সুপারিশে পাবে পরিত্রাণ । 

জালিমের পরিনতি দেখেছো কি
হয়েছে কতো ভয়াবহ,  
আগুনের শিখায় চাও জ্বালাতে কী
তোমার এই দেহ !
সময় সামনে রেখে রবের কাছথেকে 
নাও চেয়ে কুরআনের জ্ঞান । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন