রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ভালো ছেলে হতে হলে

ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।
ভালো ছেলে.......

তুমি ভালো হলে 
জ্ঞানে গুনে,
তবে মুল্য পাবে 
এই জীবনে ।
তাইতো তোমায় শিখতে হবে 
জানতে হবে কেমন আঁধার !
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সুপথ 
হাতছানি দিতে থাকে,
যদি তা সে সেই পথে 
তার কদম টি রাখে ।
শোনো তাইতো তোমায় হতে হবে 
সত্য পথের রাহাবার ।
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সমাজ 
দেখো হয় উপকৃত,
ঘৃণিত হয়ত তারা 
যারা বাবা মায়ের অবাধ্য ।
তাই শপথ তোমায় নিতে হবে 
আবার এক বার ।
ভালো ছেলে..…....।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন