তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
এনেছে সুদিন আঁধার চিরে
মোদের প্রিয় রাসূল,
উম্মতের মায়ায় পড়বেন সেজদায়
উম্মত করেছে যে ভুল.... ।
আমার নবী প্রিয় নবী
চাইবে দেখিতে উম্মতের ছবি,
তিনি বলবেন জাহান্নামে
দিওনা আল্লাহ এটাই দাবি ।
সেই নবীর ভালোবাসার...
প্রিয় নবীর ভালোবাসার
নেই যে সমতুল ।
উম্মতের মায়ায় পড়বেন সেজদায়
উম্মত করেছে যে ভুল ।
এনেছে সুদিন.......
আমার নবী ছাড়া কে আছে
রবের সম্মুখে দাঁড়াতে চায়,
সব বাহাদুরি হবে শেষ
সেদিন কাউকে পাবে নাই ।
স্বার্থ ছাড়া ভালোবাসার...
স্বার্থ ছাড়া ভালোবাসার
জন্য কাঁদে রাসূল ।
উম্মতের মায়ায় পড়বেন সেজদায়
উম্মত করেছে যে ভুল ।
এনেছে সুদিন........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন