সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তুমি হক তুমিই হক

তুমি হক তুমিই হক
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গাফুরো গফফার তুমি 
রাহিমো কারিম তুমি 
তুমি শেষ বিচারের মালিক, 
তুমি হক তুমিই হক ওগো খালিক । 

নিয়ামত দিয়েছো কতো 
এই দুনিয়াতে তুমি 
দুঃখ বেদনা.. 
দাও মিটিয়ে তুমি জানি । 
তোমার সম নেই কেহ
নেই নেই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক । 
গাফুরো গফফার.... 

তোমার শুকর গুজার 
মোরা যতই করি, 
পিপাসিত মন আরো 
করে আহাজারি । 
তোমার পাওয়ার তরে 
সেজদায় নত হই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক ।।
গাফুরো গফফার.... 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন