সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্বচ্ছ লেনাদেনা

স্বচ্ছ লেনাদেনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কর যদি ভাই
স্বচ্ছ লেনাদেনা, 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 

রব যদি খুশি হয়
তোমার প্রতি ভাই, 
তোমার সম কেবা আছে 
এই দুনিয়ায় । 
তুমি ওই কথাকে মান্য দিয়ে 
চলতে ভুলো না । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… 

রাতের অন্ধকারে যদি 
রবকে করো ভয়, 
জান্নাতের ওই খোশবু জানি 
তোমার তরেই রয় ।  
সেই রবের ভয়ে চলতে তোমায় 
বলেন রাব্বানা । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… ।।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

আজ মানবতা কাঁদে

আজ মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ মানবতা কাঁদে 
কেন দেখো না মানুষ 
কেন দেখো না !
জালিমের জুলুম বাড়ে 
দিকে দিকে প্রতি ঘরে,  
নিরবে কেমনে থাকো 
একটু বলো না । 

ও মানুষ! একি মায়ের গর্ভে ছিলে 
কেমনে তা ভুলে গেলে, 
ওই তোমার আমার দুঃখিনী মায়ের 
প্রসাবের যন্ত্রণা !
ও মানুষ! নও যে তুমি অবুঝ প্রাণী.. 
তবু কেন হিংসা থেকে 
দূরে থাকলে না ।
আজ মানবতা…………… 

ও মানুষ! তুমি অঙ্গীকার করে ছিলে 
যাবে না রবকে ভুলে, 
সেই রবের পথে একটু চলার 
সময় পেলে না । 
ও মানুষ! ছাড়তেই হবে রবেনা ভবে..
এখনো সময় আছে 
ভেবে দেখো না ।
আজ মানবতা……………।। 

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

যার ডাকে যেতে হবে

যার ডাকে যেতে হবে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যার ডাকে যেতে হবে 
দুনিয়া ছেড়ে, 
তারই পথে ডাকি তাই/ভাই
এসো ফিরে । 

থেকো না তুমি দূরে দূরে 
করোনা নষ্ট সময়, 
মনটার ভিতর রাখো শুধুই 
ওই রবের ভয় ।  
আসবে বিজয় তোমার তরে 
সকল বাঁধা সরে । 
যার ডাকে……………… 

কতো অবুঝ বুঝ যে পেলো 
এই পথে, 
তওবা করে মিলিত হলো 
রবের সাথে । 
সেই রবের পরম পাওয়া থেকে
যেওনা সরে । 
যার ডাকে……………… ।।

হাজারো রাতের চেয়ে

হাজারো রাতের চেয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো রাতের চেয়ে 
এ রাত তোমার
যদি হয় বরকতময়, 
তাহলে কেন তুমি
রবে না জেগে  
রবের পাওয়ার অপেক্ষায় । 

তুমি কি জানো'না রব
কাছাকাছি থাকে রাতে, 
ডেকে কয় বারেবারে 
মুলাকাত করো তার সাথে । 
সেই মুলাকাত পেতে 
ওই নিশিরাতে
এসো থাকি অপেক্ষায় । 
হাজারো রাতের…………… 

তুমি কি গোনাহের খাতা 
নেবে না মাফ করে, 
সেই খাতা হয় কি দেখা 
দেখো মনে করে । 
আমল সাথী করো 
রবের পথটি ধরো 
তুমি পাবে বিনিময় । 
হাজারো রাতের…………… ।। 


তুমি কি জানো না

তুমি কি জানো না 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি জানো না... 
জানো না ?
কেন মানো না... 
তবে কেন মানো না ! 

দেহ থেকে যাবে ছেড়ে 
প্রাণ পাখি, 
চেয়ে রবে তোমার ওই 
দুটি আঁখি । 
ও..ও...আ....হা.হা.হা... 
আ....হা.হা.হা... আ....হা.হা.হা... 
তবু কেন ভাবো না 
নত দেহ হয় না... 
কেন বলোনা ! 
তুমি কি জানো না...………

দেখো দেখো তুমি তো 
বোবা নও, 
শতবার ভেবে দেখো কার হুকুমেই 
কথা কও ! 
সেই রবের হুকুম মানো 
ভুলে যেওনা যেন 
পাবেই যন্ত্রণা ।
তুমি কি জানো না...………।। 





হাশরের ময়দানে আদম নবী

হাশরের ময়দানে আদম নবী  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাশরের ময়দানে আদম নবী 
আল্লাহর সম্মুখে যাবে না, 
আমাদের তারে করবে শাফায়াত
প্রিয় হযরত মাওলানা (সাঃ) । 

হজরত তিনি শ্রেষ্ঠ মানব 
মানব জাতির প্রতি রহমত, 
সেই মানবকে চিনলাম না ভাই 
উল্টো পথেই করলাম মেহনত ।
শোনো উম্মতের তারে 
রবের ওই দ্বারে 
করবে তিনি প্রার্থণা ।
হাশরের ময়দানে…………… 

তায়েফ বাসি মারলো পাথর 
ফেরেস্তাদের ভাঙলো অন্তর, 
তারা ধ্বংস করতে প্রস্তুত শহর 
দয়ার মানবকে দিলেন খবর ।
তিনি উম্মতের তরে 
শত ব্যাথা ভুলে 
সইলেন হাজারো যন্ত্রণা ।
হাশরের ময়দানে…………… ।।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এই জীবনটাকে অন্ধ ঘরে

এই জীবনটাকে অন্ধ ঘরে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এই জীবনটাকে অন্ধ ঘরে
বন্ধ রেখো না, 
ভেবে দেখো তোমার তরে
সময় থেমে রবেনা । 

দুনিয়াটা হোকনা তোমার ওই 
আমল ঘর, 
নইলে তোমায় রোজ হাশরে  
হতে হবে পর । 
আমল ছাড়া নেইগো সাথী... 
ওই হাশরের দিন, 
দুঃখের দুঃখির সঙ্গী পাওয়া 
বড়োই যে কঠিন । 
এই জীবনটাকে………… 

তুমি পথহারাদের পথিক হলে 
ঠিকানা জাহান্নাম, 
রবের বিধান চললে মনে 
পাবে যে সুনাম । 
সময় তোমার যায় বলে যায়….
দেহ হবে ক্ষীণ, 
দুঃখের দুঃখির সঙ্গী পাওয়া 
বড়োই যে কঠিন । 
এই জীবনটাকে………… ।।

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

তুমি মাফ কারি

তুমি মাফ কারি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মাফ কারি দান কারি 
রহিম রহমান, 
মোরা তোমার নামে তাই 
গেয়ে যায় গান ।

তোমার অসীম পাওয়া পেয়ে 
ধন্য হয়েছি মোরা, 
তোমায় ভুলে দিশেহারা 
হয়েছে অসৎ যারা । 
তবুও তুমি করনি কখনোই 
মোদের অপমান । 
তুমি মাফ কারি……………

তোমার আদেশ ভঙ্গ করে 
করেছি কত অপরাধ, 
তবুও তুমি মোদের তরে 
রেখেছো শত নিয়ামত । 
ওগো দয়াময় দিওগো নাজাত 
দিও পরিত্রাণ ।
তুমি মাফ কারি……………।। 


সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

অসাবধানতার নাম দূর্ঘটনা

অসাবধানতার নাম দূর্ঘটনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

অসাবধানতার নাম দূর্ঘটনা 
দূর্ঘটনার ফল ভালো না, 
তাই প্রিয় নবীর আদর্শকে 
মানতে কখনো ভুলোনা..ভুলোনা । 

পথে ঘাটে কত ঘটে 
দুর্ঘটনা দুর্ঘটনা, 
একটু হিসাবে চললে ভাই 
এমন ঘটনা আর ঘটেনা । 
তাই সাবধানতার বেড়ি পরো 
অসাবধানতায় চলোনা ..চলোনা ।
অসাবধানতার নাম…………

দুষ্টু লোকের ঘুষের খাতা
খুলতে দেওয়া যাবে না , 
হঠাৎ কফিন কারো ঘরে  
আসুক আর চাই না । 
এই ধারা'তেই স্বদেশ টাকে
গড়তে ও ভাই ভুলোনা..ভুলোনা ।
অসাবধানতার নাম…………।। 


মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

তুমি মাফ কারি

তুমি মাফ করি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মাফ কারি দান কারি 
রহিম রহমান, 
মোরা তোমার নামে তাই 
গাই গুনগান । 

তোমার অসীম পাওয়া পেয়ে 
ধন্য হয়েছি মোরা, 
তবুও তোমায় গেছি ভুলে 
হয়েছি পথ হারা । 
ক্ষমা করে দাও রহিম 
তোমার এই বান্দার । 
তুমি মাফ করি…………… 

তোমার আদেশ ভঙ্গ করে 
করেছি অপরাধ, 
বারেবারে তোমার কাছে তাই 
করি ফরিয়াদ ।
কবুল করো হে দয়াময় 
তোমার এই বান্দার । 
তুমি মাফ কারি……………।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদ থেকে ফেরার পথে ট্রেনে,
সময়: 08:30am
তারিখ: 19/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না


বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ভালো হয়ে চললে

ভালো হয়ে চললে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ভালো হয়ে চললে
ভালো থাকে মন, 
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ ।

ভালো কিছু রেখে যদি
যাও তুমি ভবে, 
সে ভালোর বদলা 
ওই হাশরেতে পাবে । 
তাই ভালো কাজে সদা এই 
পড়ে থাক মন, 
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ । 
ভালো হয়ে………… 

ভালো পথে সদা তুমি 
করো আহবান, 
পুষ্পেরা দেবে তবে 
সুখময় ঘ্রাণ । 
বাগানটা যাবে ভরে 
মনের মতন ।
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ । 
ভালো হয়ে………… ।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 09:35am
তারিখ: 14/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না

আল্লাহর মদদ

আল্লাহর মদদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি ধৈর্যকে পারো সঙ্গী করতে
আল্লাহর মদদ পাবেই পাবে, 
যদি কাঁটা পথে হাঁটতে না শেখো 
জান্নাতে তবে কি ভাবে যাবে !  

যদি বাঁকা পথ হয় তোমার অতি সহজ 
কেমনে সে পথে নাজাত পাবে!
যদি যায় ঝরে ওই রক্তকণা 
তবে শহীদের কাতারে তুমি রবে । 
সেই আশা বুকে করে 
নাও তুমি সাথী করে  
তবেই তো বিজয় হবে । 
যদি ধৈর্যকে পারো…………. 

যদি কঠিন বিষয় ওই মানুষের দ্বারে 
না ধরে তোলো তুমি সহজ করে ।
যদি তুচ্ছ করে দেখো জীবনটাকে 
মূল্য দিতেই হবে ওই হাশরে । 
সেই আশা বুকে করে 
নাও তুমি সাথী করে  
তবেই তো বিজয় হবে । 
যদি ধৈর্যকে পারো…………. ।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 05:50am
তারিখ: 14/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না




গল্পের ছলে বলোনা তুমি

গল্পের ছলে বলোনা তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গল্পের ছলে বলোনা তুমি 
অসৎ কোনো কথা, 
যেসব কথা ধ্বংস করে 
নেকির ওই খাতা। 

ফেরেশতারা ব্যস্ত সদা 
লিখতে তোমার আমল,  
বুঝবে সেদিন আমলগুলো 
আসল কিবা নকল ।
আমলনামা নকল হলে 
লাগবে শুধুই ব্যথা ।
যেসব কথা ধ্বংস করে 
নেকির ওই খাতা ।
গল্পের ছলে………… 

সত্য কথা বলায় যদি 
যায় চলে জীবন,
হাসিমুখে মেনে নিও 
নেই তাতে বারণ । 
মনের মাঝে যদি না জাগে 
ওই শহীদের কথা, 
জানবে তবে শূন্য তোমার 
নেকির ওই খাতা । 
গল্পের ছলে………… ।।

তুমি যদি ঈমান এনে থাকো

তুমি যদি ঈমান এনে থাকো (গান)
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যদি ঈমান এনে থাকো 
সমস্যা তো থাকবেই তব দ্বারে, 
যদি সে সমস্যা হয় ফাঁসির দড়ি 
হাঁসি মুখে নিও তা বরণ করে । 

ঈমান আনার মানে নয় 
বিলাসী জীবন, 
মন চাইলে তবে রবের 
করবে শরণ । 
এ ঈমান মোনাফিকি করতে শেখায় 
তাই খালিস নিয়তে এসো ফিরে । 
তুমি যদি ঈমান ………… 

আল্লাহর প্রিয় হয়েও নবীগণদের 
পরিক্ষা দিতে হলো, 
মুখে নয় কাজে তাই সাহাবারাও  
ঈমানের তৃপ্তি পেলো ।
সেই ঈমান আমাদের মাঝে দিও রব 
তুমি অনুগ্রহ করে । 
তুমি যদি ঈমান ………… ।। 

________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 04:00pm 
তারিখ: 13/11/2024 
__________________________________

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বাবা আমার প্রিয় বাবা

বাবা আমার প্রিয় বাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

রোদ গরমে কষ্ট করে 
বাবা এলো ঘরে,
আমার সুখের জন্যে বাবা 
যায় কর্ম করে । 
রব সেই বাবাকে আদর সোহাগ 
করার সুযোগ দিও, 
আমি ছোট্ট শাফায়াতের দোয়া 
কবুল করে নাও ।
রোদ গরমে……… 

বাবা আমার প্রিয় বাবা 
কখনো ভুলবোনা তোমার, 
তোমার তরে ভালোবাসা 
আমার বুকেরো ভিতর । 

জানি তুমি মোদের তরে 
করো পরিশ্রম, 
পারোনা যে কাজ তবু
ঝরিয়ে ঝাও ঘাম । 
রব সেই বাবাকে আদর সোহাগ 
করার সুযোগ দিও, 
আমি ছোট্ট শাফায়াতের দোয়া 
কবুল করে নাও । 
রোদ গরমে……… ।। 


তুমি ধিক্কার দাও ধিক্কার

তুমি ধিক্কার দাও ধিক্কার  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি ধিক্কার দাও ধিক্কার 
পারোনি নিজেকে গড়তে, 
রবের থেকে পেয়েছো জ্ঞান 
পারোনি কাজে লাগাতে । 

তুমি শ্রেষ্ঠ মাখলুকাত গেছো ভুলে তাই 
নৈতিকতার অবক্ষয়, 
তুমি পদে পদে লাঞ্ছিত বঞ্চিত 
হবে পরাজয় । 
তুমি রবের আদেশ ভঙ্গ করে 
চেয়েছো নিজের মতে চলতে, 
তুমি সত্য কথা উচ্চ স্বরে 
পারোনি তাই বলতে । 
তুমি ধিক্কার দাও……………… 

তুমি সৈরাচারীদের দলভুক্ত 
হয়ে আছো, 
তুমি তোমাকেও চিনতে বারেবারে 
ভুলে গেছো । 
তুমি বারেবারে সুযোগ পেয়েও 
পারোনি নিজেকে গোছাতে, 
তুমি সত্য কথা উচ্চ স্বরে 
পারোনি তাই বলতে । 
তুমি ধিক্কার দাও……………… ।।



বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আমি থাকবো না বেশিদিন

আমি থাকবো না বেশিদিন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমি থাকবো না বেশিদিন 
এই পৃথিবীতে, 
নেক আমল সঙ্গী করে 
চাই সঙ্গে নিতে । 

একে একে যাচ্ছে চলে 
আপন প্রিয়জন, 
যেতে হবে ছেড়ে জানি
স্বাদের এই ভূবন । 
আমি যেন মায়ার বাঁধন 
পারি ছেড়ে চলিতে, 
নেক আমল সঙ্গী করে 
চাই সঙ্গে নিতে । 
থাকবো না………… 

দেহ টুকু রবে পড়ে 
মাটির ওই নিচে, 
কি লাভ হবে বলো 
মিথ্যা বুলি বেচে । 
তাই সওদা করে নিতে হবে 
আজাব থেকে বাঁচতে, 
নেক আমল সঙ্গী করে 
চাই সঙ্গে নিতে । 
থাকবো না………… ।।


মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

তুমি দ্বীন জানো না কেমন মুসলমান

তুমি দ্বীন জানো না  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি দ্বীন জানো না 
কেমন মুসলমান, 
তুমি মানো না কুরআন 
কিভাবে পাবে সমাধান !

সমাধান পেতে হলে
রবের পথে, 
কুরআনের আঙিনায় চলো 
এক সাথে । 
আমাদের তরে সেপথ
করে আহবান, 
মহৎ গুণে হও 
তুমি গুণবান । 
তুমি দ্বীন জানো না…………… 

শত শত মানুষ ওই 
পথহারাদের পথে, 
বঞ্চিত হবে জানি 
রবের রহম হতে । 
দয়াময় ক্ষমা করে 
দাও আমাদের, 
তোমার দয়া ওগো 
জানি অফুরান ।
তুমি দ্বীন জানো না…………… ।। 



শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মমিনের দ্বারে এলো

মমিনের দ্বারে এলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মমিনের দ্বারে এলো
ফিরে রমজান, 
মমিন তুমি নাও 
গুছিয়ে সামান ।

রহমত বরকত 
নাজাত নিয়ে, 
জীবনটা নাও 
তুমি রাঙ্গিয়ে । 
রবের অনুদান আছে অফুরান 
বাড়িয়ে নাও জীবনের মান । 
মমিনের দ্বারে এলো……………

পাপ মোচনের 
সুযোগ করে,
রোজা এলো 
তব দ্বারে ।
হতাশা ভুলে মনটা খুলে 
নাও বাড়িয়ে তোমার ঈমান । 
মমিনের দ্বারে এলো……………।। 

সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

যার মাঝে নেই "আশা"

যার মাঝে নেই "আশা" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যার মাঝে নেই আশা ও ভাই 
ভরসা কেমনে পাবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 

বুক ভরা আশা নিয়ে 
থাকো ময়দানে, 
জমিনে না পেলে তুমি 
পাবে আসমানে । 
রবের ওয়াদা হবেই পূরণ 
সবর করতে হবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 
যার মাঝে নেই………… 

চাওয়া যদি না হয় তোমার 
ওই জান্নাত, 
কেমন করে পাবে তুমি 
রবের মোলাকাত । 
নিশিরাতে দুহাত পেতে 
চাইতে তোমায় হবে, 
দোদুল্যমান মানুষ হলে 
তুমি জাহান্নামে যাবে । 
যার মাঝে নেই………… ।। 



দ্বীন কায়েমের তরে

দ্বীন কায়েমের তরে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীন কায়েমের তরে 
স্বপ্ন দেখো তুমি - স্বপ্ন দেখো, 
সেই স্বপ্ন টাকে 
বাস্তবায়ন করার - লক্ষ্যে থাকো । 

পাবে তুমি সফলতা 
আশাহত হয়োনা,
হতাশা কে মাড়িয়ে
সামনে হাঁটো ।
দ্বীন কায়েমের তরে.........

রক্ত ঝরেছে কত 
আমার ওই ভাইয়েদের 
দ্বীন কায়েমের তরে, 
পিচু হাঁটেনি তারা 
সাহাদাত পাবে বলে 
জীবন দিলো অকাতরে । 
সত্যের পথ ধরে
এক বুক আশা নিয়ে 
সামনে হাঁটো তুমি - সামনে হাঁটো । 
দ্বীন কায়েমের তরে.........

ওই মিছিলে যেন 
আমাদের এই নাম 
আমরা পারি লিখিতে, 
সেই তাওফীক দিও 
হে আমার দয়াময় 
আছি তাই সিজদার পাটিতে । 
এই আশা বুকে করে 
তব দ্বারে বারেবারে 
চেয়েছি মোরা দেখো - চেয়েছি দেখো । 
দ্বীন কায়েমের তরে.........।।

শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

এই সুস্থ দেহ

এই সুস্থ দেহ 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এই সুস্থ দেহ 
রবের নিয়ামত, 
তোমার আমার কাছে 
দিয়েছে আমানত । 

সম কতো ভাই দেখো
মৃত্যুর ওই বিছানায়
প্রতিক্ষনে দিন গোনে, 
শত দেহ থেকে প্রাণ  
নিয়েছে যে অবসান
তুমি দেখেছো জীবনে । 
তবু কেন এই মন  
মানে না নসিহত । 
এই সুস্থ দেহ ……………… 

যদি হতে চাও বীর 
নত করো এই শির 
রবের দ্বারে সিজদাতে, 
রেখে চলো সুনজির 
হয়ো না কখনো বধির 
তুমি এই দুনিয়াতে । 
ধরাতে রবে পড়ে এই দেহ 
ফুরালে হায়াত । 
এই সুস্থ দেহ ……………… ।।


রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

জলসিঁড়ি অঙ্গনে

জলসিঁড়ি অঙ্গনে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

স্বপ্নরা বড় হয় 
সাধ্য কেন নয়, 
পাবে জলসিঁড়ি অঙ্গনে 
রবের পরিচয় । 
সুরে সুরে তাই মোরা 
যায় গেয়ে শিল্পীরা 
স্বল্প কথায় ছন্দ তালে 
সবই বলা হয় । 
স্বপ্নরা বড় হয়………… 

নবীজীর শানে শত 
গেয়ে যায় গান, 
দরূদ পাঠায় মোরা 
খুলে এ প্রাণ । 
মোরা জলসিঁড়ির শিল্পীরা 
করেছি এ পণ, 
গানে গানে গেয়ে যাবো 
রবের পরিচয় ।  
স্বপ্নরা বড় হয়………… 

জীবনের কথা গুলো 
বলে যাবো গানে, 
যে কথা গুলি আছে ওই 
বলা কুরআনে । 
মোরা হাদীসের আলোকে 
জীবন নেবো রাঙ্গিয়ে 
সত্য কথা সত্য পথের 
দেবো পরিচয় । 
স্বপ্নরা বড় হয়………… ।।

বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

তুমি কি দেখো স্বপ্ন

তুমি কি দেখো স্বপ্ন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি দেখো স্বপ্ন 
দ্বীন কায়েম করার, 
তবে তোলো স্লোগান ময়দানে 
আল্লাহু আকবার । 

যারা স্বপ্ন দেখেছে এই ভুবনে 
জীবন করেছে বলিদান, 
বিনিময়ে পেয়েছে ভালোবাসা 
পেয়েছে জান্নাতি সম্মান ।
এমনি পাওয়া পাবে তুমি ওগো 
যাও হয়ে আল্লাহর ।
তুমি কি দেখো……………… 

স্বপ্ন ছাড়া সব হতাশার পথ 
তাই বুকে রাখো আশা, 
দুদিনের তামাশা ভুলে গিয়ে 
গড়ে তোলো ভালোবাসা । 
সেদিন তো আর নই বেশিদিন  
পাবেনা সময় ভাববার ।
তুমি কি দেখো……………… ।। 


বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আলিফুন'বা পাঠ 3

আলিফুন'বা  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আলিফুন'বা.........

আরবি হরফে'ই কোরআন লেখা 
সুরে সুরে শিখবো মোরা, 
জ্ঞানী হবো এই আশাতেই 
পড়বো কোরআন ত্রিশ পারা । 

আলিফুন'বা.........

গড়তে জীবন বাণী প্রয়োজন
সেই বাণীটি আল্ কোরআন, 
মহান তুমি ওগো রহিম 
দাও বাড়িয়ে আমাদের জ্ঞান । 

আলিফুন'বা......... ।। 

আল্লাহু আল্লাহু


আল্লাহু আল্লাহু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 

সৃষ্টির শ্রেষ্ঠ করেছো 
তুমি ইনসান, 
জ্ঞান বুদ্ধি বিবেক তার 
করেছ যে দান । 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 

নসিবে মোদের রেখো না 
তুমি জাহান্নাম, 
অপমানিত করো না ওগো 
রহিম রহমান । 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ 



শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মনোবল (কবিতা)

মনোবল  (কবিতা)
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমরা কারো ভয় করি না
ক্ষয় করি না 
চলি হকের পথে, 
আমরা জানি সততা দিয়ে 
গড়তে হবে 
খোদার রহম পেতে ।

আমরা কথা বলতে জানি 
ভুলতে জানি 
জানি স্বপ্ন দেখতে, 
আমর স্বদেশ গঠনে আমি 
জানি জানি 
মানচিত্রটি আঁকতে ।

আমরা ভয়ে কাতর হয়ে 
হতাশ হয়ে 
লুকাতে কখনো জানি না, 
আমরা কখনো অবাধ্য হয়ে 
কুসঙ্গে পড়ে 
আপন মনোবল ভাঙি না । 

আমরা সদা ব্যস্ত থাকি 
জেগে আঁখি 
অসভ্যতা রুখতে, 
আমরা মাঝি আমরা বুঝি
শক্ত হাতে 
কেমনে হাল ধরতে ।।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কলমের কালি জানি

কলমের কালি জানি  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কলমের কালি জানি 
যাবে ফুরিয়ে, 
শেষ হবেনা লেখা 
তোমার গুনগান ।
দাও হে দয়া মালিক হৃদয়ে আমার 
তোমারই দয়া অফুরান । 

তোমার কাছেই সকল চাওয়া 
মনের কথা সব, 
মন দরিয়ার কথা গুলো 
জানো হে রব । 
তাইতো আমি চাইগো পেতে 
দুহাত তুলি গভীর রাতে,  
তোমার কাছে এই মিনতি 
আমাদের কল্যাণ । 
কলমের কালি…………… 

এই ধরনীতে গজব নাযিল 
করেছো জানি তুমি, 
তুমিই আবার সুপথ দাতা 
মোদের কল্যাণকামী । 
তোমার রহম ছাড়া জানি 
ছাড় পাবেনা জ্ঞানী গুণী, 
মোদের প্রতি মায়ার চোখে 
রহম করো দান ।
কলমের কালি……………।। 






রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

এসো আমরা সূর্য হয়ে

এসো আমরা সূর্য হয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসো আমরা সূর্য হয়ে 
আঁধার করি দূর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 

এসো সমাজের রন্ধ্রে-রন্ধ্রে দেখো 
শিয়ালের হাঁক, 
দু চোখে দেখেও তুমি
কেন হওনা অবাক । 
পশুরাও দেখে পায় লজ্জা 
সকাল দুপুর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 
এসো আমরা……………… 

এসো চাঁদের হাসি ছড়িয়ে 
সমাজকে নেয় সাজিয়ে, 
রংধনুর ওই রঙে বরণ 
করি সবাই এগিয়ে ।  
সেরাদের সেরা ওগো তুমি 
হয়োনাকো ভবঘুর, 
চতুর দিকে তাকিয়ে দেখো 
অসভ্যতায় ভরপুর । 
এসো আমরা………………।। 



মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রবের পথে এসো

রবের পথে এসো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের পথে এসো 
সব বাধা পেরিয়ে, 
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে । 

এ জীবন ক্ষনিকের 
তুমি তা জানো কি, 
নেই থেমে সময় ওই 
ভেবে দেখেছো কি ! 
দ্বীনের পথে এসো 
মনটাকে জাগিয়ে,
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে ।  
রবের পথে…………

বুকে পাথর নিয়ে বেলাল 
পড়ে আহাদ আহাদ,
তত জালিমের জুলুম বাড়ে 
করে শত আঘাত । 
আহবান ছিলো এসো 
হক রবে বিজয়ে, 
রাসুলের ভালোবেসে 
নাও জীবন রাঙ্গিয়ে ।
রবের পথে…………।।

সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

হাজারো সৃষ্টি বানে ভেসে দেখো

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো 
দেখো হে রব, 
তোমারি তরে নত এ শির 
জনি তোমারি নিয়ন্ত্রণে সব ।

আমাদের ভালো খারাপ 
সবকিছুই জানো জানি 
হে মোর অন্তর্যামী ।
শত আশা বুকে করে 
তুলেছি হাত তব দ্বারে 
ফিরিয়ে দিওনা তুমি । 
হাজারো সৃষ্টি বানে………… 

যদি এটি আজব হয় 
তব দ্বারে ক্ষমা চাই,  
জানি তুমি নিরাশ কর না । 
সেই আশায় তব দ্বারে  
বারে বারে আসি ফিরে  
ওগো রব রহম করো না । 
হাজারো সৃষ্টি বানে………… ।। 





বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ইয়া রাসুলুল্লাহ

ইয়া রাসুলুল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা 
জি’তা বি’ল-আম্রিল -মু’তা 
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা' ।

মোরা তোমাকে জানাই স্বাগতম 
ইয়া রাসুলুল্লাহ, 
মোরা তোমাকে জানাই স্বাগতম
ইয়া হাবিবাল্লাহ ‌। 
এই ধরার মাঝে তুমি শ্রেষ্ঠ গোলাপ 
ওগো মোর কামলিওয়ালা । 
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… 

তোমার আগমনে মাতোয়ারা 
এই বসুন্ধরা, 
দিকে দিকে ফেরেস্তারা 
দেয় পাহারা ।
তোমার আগমনে পথ চেয়ে থাকে হরিণ,  
ছায়া দিতে ভোলেনি মেঘমালারা ।
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… ।।

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্বৈরাচারী তোমায় দেখে

স্বৈরাচারী তোমায় দেখে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মুখটা চেপে ধরে
করেছো যে ভুল, 
সেই ভুলের'ই দিতে হলো 
তোমাকেই মাশুল । 
যুগে যুগে ফিরাউনের 
বংশ হলো শেষ, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 

হাজার হাজার ভাই বোনদের 
করেছো যে গুম, 
কতো মাকে কাঁদালে তুমি 
নিলে কেড়ে ঘুম ।
সেই মায়ের ওই চোখের জল 
এই পতনের মূল, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………

কতো ভাইকে রাখলে তুমি 
নিষ্ঠুর আয়না ঘরে, 
যুবক সে তো বৃদ্ধ হয়ে 
আজকে ঘরে ফেরে । 
ছাত্র সমাজ করেছে তাই 
তোমাকে নির্মূল ।
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………।।

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

ছাড়বো না রাজপথ

ছাড়বো না রাজপথ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি এই বুকেতে চালাও গুলি
তবু ছাড়বো না রাজপথ, 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 

মানবতার জন্য মোরা
করেছি এই পণ, 
বাঁধা যারা দেবে শোনো 
তারা জাতির দুশমন । 

সেই জালিমের রুখতে মোরা 
চিতিয়ে দেবো বুক, 
শত শহীদের মাঝেও আরো 
একটি শহীদ হোক । 
আসুক যতোই আমাবস্যা... 
কালো ওই রাত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ 

আমার ভাইয়ের রক্তে রাঙা 
দেখো এই রাজপথ, 
আমি কেমন করে ঘুমায় বলো 
শুয়ে একটি রাত ! 

ওরা অধিকার নিয়েই লড়াই 
করে যায় দিন রাত, 
ওদের পাশেই থেকেই এসো 
করি প্রতিবাদ । 
এমন সুযোগ আর পাবেনা...
বন্ধু এটাও মুসিবত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ ।।


বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

পৃথিবী একদিন

পৃথিবী একদিন  
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

পৃথিবী একদিন 
ছেড়ে তোমায় যেতে হবে, 
সেদিন আসার আগে 
ঘুম থেকে ওঠো জেগে
তুমি এই ভবে । 

কত রাজা মহারাজা 
সব গেছে চলে, 
সাথে করে নেইনি কিছু 
যায়নি কারো বলে । 
রবের ডাকে সাড়া দিয়ে 
খালি দুটি হাত নিয়ে 
তুমি কি যাবে ! 
পৃথিবী একদিন...........

যেতে তোমায় হবে যখন 
এখনো কেন বসে, 
দ্বীন কায়েমের জন্য তুমি 
জীবনটা দাও হেসে । 
শহীদ গাজীর দলে 
নামটা লেখা হলে 
জীবনটা ধন্য হবে । 
পৃথিবী একদিন..........।। 


বুধবার, ১০ জুলাই, ২০২৪

মা যে তোমার

 মা যে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দিয়োনা দিয়োনা ব্যাথা
তুমি তোমার মা'কে, 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  

মা যে তোমার আলোর দিশা, 
অনন্য এক ভালোবাসা ।
স্বপ্ন বনে আকাশ ছোঁয়ার
তোমার মুখটি দেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............

মায়ের মতো এতো আপন 
হয়েছে কি কেউ যে তেমন, 
কেমনে ভুলে থাকো তবে 
মা'কে দূরে রেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............।।


বুধবার, ৩ জুলাই, ২০২৪

আল্ হামদুলিল্লাহ

আল্ হামদুলিল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

এই ধরাতে শ্রেষ্ঠ তুমি 
করেছো আমার, 
তুমি সময় মতো জুগিয়ে 
দিয়েছো আহার।  
তাই শুকুর গুজার করি মোরা 
তোমায় বারে বার, 
তুমিই মোদের মালিক মহান 
করুণার আঁধার । 

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

তুমিই মোদের জীবন মরণ 
হে রহমান, 
মোদের তরে সাজিয়ে দিলে 
ফুলেরও বাগান । 
সেই ফুলের সুস্বাদু মধু 
করেছো যে দান,  
তুমি যে মহান মাবুদ
তুমিই মহিয়ান ।  

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

দিনের আলো রাতের আঁধার 
মোদের তরে দিলে, 
জানি তোমার হুকুম জারি 
নিয়ম মতোই চলে । 
শুধু শয়তানের'ই ধোঁকায় পড়ে 
মানুষ করে ভুল, 
তাই তুমি রহিম তোমার জানি 
নেই সমতুল ।। 
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ.... ।। 


রবের বিধান

রবের বিধান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি এক হও বলে তোলো স্লোগান
মাঠে ময়দানে, 
রবের বিধান ভঙ্গ করো 
অবুঝ অন্ধ মনে । 

এক জামাতেই আদায় সালাত 
একই কেরাত শুনে, 
তবে কেন বারুদের গন্ধ ছড়াও 
ঈমানদারের মনে । 
বলো সেই ঈমানের আছে কি দাম..
এই ঐক্যতানে । 
রবের বিধান ভঙ্গ করো 
অবুঝ অন্ধ মনে । 
তুমি এক হও বলে...........

তুমি আলেমেদ্বীন সদা প্রতিদিন 
থাকবে পাশে মানুষের,  
তুমি বিশ্বাসী দ্বীনের পথে 
ওয়ারিস রাসূলের ।
মুক্ত হাসি মুখেই সবার 
রাখবে সদা বাঁধনে, 
সে পথ ছেড়ে চলছো তুমি 
অজ্ঞ পথে কেমনে !

মাসায়েল থেকেও শক্তিশালী 
তোমার মুখের বুলি, 
সেই নল দিয়ে করলে আবার 
তোমার ভাইয়ের গুলি । 
তুমি কেমন জ্ঞানী রবের বাণী 
মেনেও মানো না জেনে, 
রবের বিধান ভঙ্গ করো 
অবুঝ অন্ধ মনে । 
তুমি এক হও বলে...........।। 


কচুর পাতায় পড়লে পানি

কচুর পাতায় পড়লে পানি 
তরিকুপল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কচুর পাতায় পড়লে পানি 
যেমন পানি থাকেনা, 
মোদের ঈমান'টাকে দাওগো ওগো 
তেমন করে রাব্বানা ।  

তুমি এই ধরাতে শ্রেষ্ঠ করে 
বানিয়েছো মোদের,
তোমার দয়া ছাড়া কেমনে মোরা 
হবো জান্নাতের । 
তাই তোমার রহম থেকে মোদের..
বঞ্চিত রব করোনা ।
মোদের ঈমান'টাকে দাওগো ওগো 
তেমন করে রাব্বানা ।  
কচুর পাতায়.................

শয়তানের ওই ধোঁকায় পড়ে
কতো ভুল করেছি, 
পদে পদে তোমার হুকুম 
লঙ্ঘন মোরা করেছি । 
তাই তোমার কাছে লাজুক মনে.. 
তুলেছি হাত দেখোনা, 
মোদের ঈমান'টাকে দাওগো ওগো 
তেমন করে রাব্বানা ।  
কচুর পাতায়.................।।


বুধবার, ২৬ জুন, ২০২৪

প্রতিটি কাজের মাঝে

প্রতিটি কাজের মাঝে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

প্রতিটি কাজের মাঝে 
চাই মোরা ভিন্নতা 
সদিচ্ছা রেখে ।
প্রেরণা জোগায় তোমার 
যে কথা যে ব্যথা 
প্রাধান্য দাও তাকে । 

কাজের গতিটাকে দিওনা থামিয়ে তুমি
নিজেকে দুর্বল ভেবে, 
শত বাধা বিপদেও থেকো অটুট অভাবেও 
দেখবে বিজয়ী হবে । 
জানি দুর্বল সেই তো 
বাতিলের মতো 
হতাশায় কাটায় যে জীবনটাকে । 
প্রতিটি কাজের মাঝে..............

সদা তুমি ব্যস্ত থাকো কুরআনের আহ্বানে 
প্রিয় নবীদের পথে, 
কলুষিত জীবন থেকে থাকো দূর দূরান্তে 
একথা নাও গেঁথে । 
তবেই তুমি পাবে জানি
নাজাতের ওই পথ 
রবের পক্ষ থেকে ।
প্রতিটি কাজের মাঝে..............।।

শনিবার, ১৫ জুন, ২০২৪

কুরআন বুঝে পড়তে হবে

কুরআন বুঝে পড়তে হবে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন বুঝে পড়তে হবে
প্রিয় নবীর বাণী, 
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 

কুরআন সদা নাও গেঁথে 
হৃদয় মাঝে তুমি, 
তুমি তবে রবের কাছে
হবে অনেক দামী । 
সেই কুরআন বুকে ধারণ করো...
ওগো জ্ঞানী গুণী ।
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 
কুরআন বুঝে............... 

মানব জাতির জন্য কুরআন 
পথ নির্দেশিকা, 
জ্ঞানীর জন্য সে পথটি তাই 
আলোর ওই শিখা । 
তাই আলোর মতো জীবনটাকে...
গড়বে তুমি জানি । 
জীবন তোমার ধন্য হবে
বাড়বে ঈমান খানি । 
কুরআন বুঝে............... ।।




শুক্রবার, ১৪ জুন, ২০২৪

দ্বীনদারীতা

দ্বীনদারীতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীন ইসলামের পথেই যদি 
সময় কাটে তোমার, 
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 

বলি তাই শোনো ও ভাই 
রবের হুকুম ছেড়োনা,
রবকে ভুলে গেলে তুমি 
হবে জাহান্নাম ঠিকানা ।
তুমি ষোল আনা গড়তে জীবন 
হও ইবাদাত গুজার ।
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 
দ্বীন ইসলামের.................

জান্নাতের ওই নমুনা দেখো 
কুরআন পাকে লেখা, 
জাহান্নামের বিশাল আযাব 
প্রিয় নবীর চোখে দেখা । 
সেই নবীর ওয়ারিস হতে তোমার 
হতে হবে পরহেজগার ।
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 
দ্বীন ইসলামের.................।। 




বুধবার, ১২ জুন, ২০২৪

দ্বীনের পথে ডাকি তোমায়

দ্বীনের পথে ডাকি তোমায় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীনের পথে ডাকি তোমায়
দূরে দূরে থেকোনা, 
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা । 

সময় তো আর নয়তো বেশি 
আছে সন্নিকটেই, 
জীবন গাড়ি দেবে পাড়ি 
রবের শেষ হুকুমেই । 
তাই ভালোর ভালো আমল টুকু.... 
সঙ্গে নিতে ভুলোনা, 
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা । 
দ্বীনের পথে ডাকি.....................

কতো সময় কেটে গেছে 
জীবন অবহেলাতে, 
আঁধার থেকে এসো ফিরে 
ডাকি আলোর পথে । 
সেই আলোর পথে আঁধার রাতে... 
রবের ডাকতে ভুলোনা ।
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা ।
দ্বীনের পথে ডাকি.....................।।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নেকীর খাতা পূর্ণ করো

নেকীর খাতা পূর্ণ করো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের ওই পক্ষ থেকে
নিওনা গজব ডেকে
ঠিকানা হবে ওই জাহান্নাম ।
এই দুনিয়ায় আমল করো 
নেকির খাতা পূর্ণ করো 
দিকেদিকে দাও ছড়িয়ে সুনাম । 
রবের ওই পক্ষ থেকে.................

ওই সৈরাচারী রাজা গুলোর 
সত্যি কেউ ভলে না, 
একেএকে ধ্বংস তারা হয়েছে ।
কতো পথিক পথহারা 
হয়েছে দিশাহারা  
কূল কিনারা সব হারিয়েছে । 
তাই ওদের থেকে থেকো দূরে 
মুক্তি পাবে কাল হাশরে 
আমলনামা সঙ্গে নিতে ভুলোনা একদম ।
রবের ওই পক্ষ থেকে.................

তুমি রবের আদেশ ছিন্ন করে 
জীবন নিয়ে থাকো পড়ে 
ছিলে কোথায় ভেবে দেখোনা, 
তোমার তরে সব নিয়ামত 
রবের সৃষ্টি এই জগৎ 
তবু ভুলে গেছো আপন ঠিকানা । 
ক্ষমা করো আমায় হে রব 
গোনহার বোঝা আছে যে সব 
দাও ঝরিয়ে আমার প্রতি করো যে রহম । 
রবের ওই পক্ষ থেকে.................।।

https://youtu.be/LRowk-AuhHQ?si=czgwxLUsMe6FZwsX

শনিবার, ১৮ মে, ২০২৪

ওগো মা আমি

ওগো মা আমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওগো মা আমি...
তোমারই কোলে এসেছি, 
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 

এই ধরনীতে রবের দেওয়া 
তুমি এক নিয়ামত, 
মোদের তরে তোমারই পদতলে 
রয়েছে জানি জান্নাত । 
সেই জান্নাত পেতে আমি...
তোমার দ্বারে এসেছি ।
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 
ওগো মা আমি................. 

নিঃশ্বার্থ ভাবে ভালোবেসেছো 
মা তুমি আমাকে, 
আমার তরে করেছো শেষ 
তুমিই নিজে কে । 
তাই তোমার তরে রবের কাছে... 
এই দুহাত পেতেছি ।
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 
ওগো মা আমি................. ।।

শনিবার, ১১ মে, ২০২৪

ওই দুর্গম পথে

ওই দুর্গম পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্, 
যে পথে চলেছেন মোর নবী হজরত
সেই পথেই চল্ । 
চল্ চল্ - চল্................

আজ এসেছে সেই দিনের মেলা 
দূর গতিতে চলছে কাফেলা 
ঝান্ডা হাতে নিয়ে তাই 
পথ এগিয়ে চল্ । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................ 

হযরতে হামজা বিলাল ওমর 
খাব্বাব আলী আবু বকর 
ওসমান গনি বড়ই জ্ঞানী 
তাদের পথেই চল্ । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................ 

থাকতে সময় এগিয়ে চল্ 
সামনে এসেছে দুশমনের দল 
জীবন থাকিতে দেব এ জীবন 
পাবই একদিন ফল । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................।।

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আমার রব তুমি

আমার রব তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার রব তুমি
বিশ্ব মালিক, 
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 

তোমারই ধরনী 
সেজেছে সুন্দর, 
সৃষ্টি অপরুপ 
আহা কি মনোহর ।
তোমারই সিজদায় 
লুটিয়ে সব দিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব ............. 

তোমারই হুকুমে 
আসমান ও জমিন, 
রামধনু সাত 
রঙে রঙিন । 
তোমার এই দয়া 
পাই যে অধিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব .............।।

শুক্রবার, ৩ মে, ২০২৪

ওরে বোকা হওয়া

ওরে বোকা হওয়া 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওরে বোকা হওয়া 
এতো সহজ নয়, 
বোকা হতে জানি একটা
সরল মন চায় ।
পিছনে তাকালেই 
চালাকে'রা ঠকাই, 
সেখানে ঠকার 
কোনো ভয় নাই । 

পথে ঘাটে চলতে মানুষ 
কতোই না যাই ঠকে, 
বোকা হলে কয় না কটু 
উল্টো করে তাকে । 
আমি তাই এই ধরাতে 
বোকা থাকতে চাই। 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... 

কাকে কতো যায় ঠকানো 
হয় প্রতিযোগিতা, 
টাকা দিয়ে যায় না কেনা 
কখনোই ভদ্রতা । 
তবু কেন মানুষ গুলো 
মানুষেরই ঠকাই । 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... ।। 



রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

এতিম শিশু

এতিম শিশু 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এতিম শিশু আসলো ছুটে
কোথায় আমার নবীজী,  
মনের কথা বলবো তারে 
নেই যে আমার আব্বাজি । 

আজ শোনার মতো নাইরে মানুষ
আমার কেহ নাই, 
আমার দুঃখের দুঃখি হবেন যিনি
তিনি আছেন মদিনায়। 
ও ভাই তোমার সাথে বলবো না...
বলো কোথায় আমার নবীজী । 
মনের কথা বলবো তারে 
নেই যে আমার আব্বাজি । 
এতিম শিশু................

আজ অসহায় মা থাকতে মা নাই 
নবীজিকে কয়, 
ছোট্ট শিশুর এমন কথা শুনে 
নবীজির অশ্রু বয়ে যায় ।
আমি যদি হই পিতা 
আর আয়েশা যদি হয় মা 
মনের দুঃখ মিটবে নাকি 
শোনো ও বাবাজি ।
এতিম শিশু................।।

আমার নবীর চিনলো না

আমার নবীর চিনলো না  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার নবীর চিনলো না 
তায়েফ বাসি বুঝলোনা 
মারলো পাথর গায়, 
ফেরেস্তারা রাগান্বিত হয়ে
মোর নবীকে জিগাই । 

ও আমাদের প্রিয় নবী 
তুমি চাইলে হবে সবই 
তোমার তরে হুকুম রবের 
পাহাড়টা উল্টায় । 

তারপরে শুনুন......

দয়ার নবীর দয়া দিয়ে 
বললো শোনো ফেরেস্তা, 
পাহাড় চাপা দিয়ে ওদের
করলে তুমি শায়েস্তা ।
আমি কাদের কাছে গিয়ে বলো 
করবো এই দ্বীনটি প্রচার, 
আমি কিসের নবী তবে 
পাবেনা মানুষ সুবিচার ! 
আমার নবীর চিনলো....…............

মায়ার নবী বিশ্ব নবী 
তিনি শ্রেষ্ঠ এই ধরায়, 
তাঁর ছোঁয়া পেয়েই কতো মানুষ 
দ্বীনের সাথী হয় । 
এমন নবীর চিনলো না....
সাইবা উতবা বগিরা, 
এই নিষ্ঠুরতার পরিচয়ে 
উঠবে সেদিন তারা ।
আমার নবীর চিনলো....…............।।

শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আমাদের পাপের ফল

আমাদের পাপের ফল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ ভাষণ দেয়ার মানুষ অনেক আছে 
আমলের মানুষ খুঁজে পাওয়া দায়, 
আপন স্বার্থ ছাড়া কেউ কয় না কথা 
অন্তরে নেই আল্লাহর ভয় । 

হাজী গাজী আলেম সমাজ থেকে 
আজ পায়না মানুষ উপকার, 
লেখকের কলমেও নেই কোনো দিশা 
শুধুই বেড়ে যায় হাহাকার । 
তবুও মানুষ নেই কোনো সচেতন....
জীবন হয়ে যায় খয় ।
আজ ভাষণ দেয়ার মানুষ................

এই প্রখর দাবদাহ বলা যায় 
আমাদের পাপের ফল, 
অবাধ্যতায় যায় কেটে দিন 
ভাবিনা কেনো আসে অকাল ।
তবুও কেনো যেনো এই মানুষ....
রবের ভুলে যায় । 
আজ ভাষণ দেয়ার মানুষ................।।



শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এই দাবদাহ

এই দাবদাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া ‍(কোলকাতা)

এই দাবদাহ যদি বলা হয়
আমাদের কর্মের ফল, 
তবুও তুমি হওনা সচেতন 
বলো এ কেমন কপাল ! 
এই দাবদাহ........…

আমাদের কর্মের কারণে 
রবের পক্ষ থেকে আসে গজব, 
আযাব আসে অশ্লীলতাতে 
শোনো নয় একথা গুজব । 
এসো রবের কাছে তাই দুহাত তুলে চাই 
কবুল করো আমাদের আমল । 
এই দাবদাহ........…

অতি বৃষ্টি অনাবৃষ্টি
এই জমিনের বদ দোয়া, 
প্রকৃতির এই নিয়মটাকে 
নিয়মে না মেনে নেওয়া । 
অবাধ্য হওয়াতেই রব রাগান্বিত হয় 
এসব আমাদের বদ আমল ।
এই দাবদাহ........…।। 

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

শহীদি ফুলের মালা রেখে দিও

শহীদি ফুলের মালা রেখে দিও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শহীদি ফুলের মালা রেখে দিও প্রভু তুমি
আমাদের নসিবে । 
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 

আমাদের সম্মুখে জালিমের কারাগারে 
কতো ভাই হয় যে শহীদ, 
ফাঁসির দড়িতে ওই যায় ছুটে হেসে 
দেখো দ্বীনের মুজাহিদ ।
তেমনি ঈমান দাও ওগো মাবুদ দয়াময়
তোমার প্রিয় বান্দা ভেবে,
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 
শহীদি ফুলের মালা............. 

শহীদি তামান্না যার মাঝে নেই 
বলেছো তুমি মুনাফিকের মৃত্যু তার, 
লোকদেখানো কাজ বৃথা হবে বলেছো 
এ আমল আছে যার যার । 
আমাদের মাবুদ তুমি করো হিফাজত 
তোমার প্রিয় বান্দা ভেবে,
আমরা তোমার কাছে চাই প্রিয় হতে 
অনন্তকাল ভবে । 
শহীদি ফুলের মালা............. ।। 



বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আত্মত্যাগের মাস

আত্মত্যাগের মাস 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কুরবানী রে কুরবানী
আত্মত‍্যগের মাস জানি ।
এই মাসেতে মনের পশু
দাও গো তুমি কুরবানী ।

ইসমাইলের কুরবানীতে 
আল্লাহ খুশি হয়,
সেই খুশিতে দেখো দেখো 
দুম্বা জবাই হয় ।
আল্লাহর ভালোবাসা পেতে
দাও গো তুমি কুরবানী ।
কুরবানী রে কুরবানী.............

এই দিনটির শিক্ষা হলো
ধনী গরিব নয়,
গরিব দুঃখির মুখে খাবার 
তুলে দিতে হয় ।
গরিব দুঃখির পাশে থাকার
নামটি হলো কুরবানী ।
কুরবানী রে কুরবানী.............।।

এসো মনের পশুটাকে" দিই কুরবানী


"এসো মনের পশুটাকে" দিই কুরবানী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো রবের পথেই 
নিজেকে করি আত্নীয় নিয়োগ, 
এই ত্যাগের মাসেই 
গোনাহের খাতা করি বিয়োগ । 
এসো রবের পথেই......... 

"ইন্না সলাতি ওয়ানুসুকী 
ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি 
লিল্লাহি রাব্বিল আ'লামীন" 

পশুতে নয় মনের পশুটাকে 
এসো দিই কুরবানী,  
গ্রহণ হবে রবের কাছে 
মোদের আমল খানি । 
তারই তরে করি এই আহবান 
ছেড়ো না এমন সুযোগ । 

"ইন্না সলাতি ওয়ানুসুকী 
ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি 
লিল্লাহি রাব্বিল আ'লামীন" 

তুমি তোমার তরে দেখো
রবের কতো ভালবাসা, 
মহান রব তোমাকেই
কখনো করেনি নিরাশা । 
সেই রবের কাছেই ফিরে আসার 
এই মহান সুযোগ ।
এসো রবের পথেই......... ।‌।

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

তরিকুল ইসলাম খালাসীর লেখা প্রকাশিত গান গুলি

আমার লেখা বাংলাদেশ থেকে যে গান গুলি প্রকাশিত হয়েছে। 

1.
"ওগো রব" 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: সাদিয়া আক্তার (বাংলাদেশ)
সুরকার: সাহাদাত হোসেন রাকিব (বাংলাদেশ)
Creative Studio
https://youtu.be/Z3j1xVwxZa8 

2.
অনন্তকাল রেখো জারী আমাদের
#আমল
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুর ও শিল্পী: এস এম মঈন (বাংলাদেশ)
Heaven tune 
https://youtu.be/Ncufi5tgNYQ 

3.
ঈদ মোবারক ঈদ 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: আকসা বিনতে আনাস, শায়লা বিনতে বাশার, এবং সিফা বিনতে বাশার (বাংলাদেশ) 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
women's heaven tv 
https://youtu.be/FoKu1_GTu44 

4.
রহমতের মাস 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: শায়লা বিনতে বাশার (বাংলাদেশ) 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
women's heaven tv  
https://youtu.be/xli0foSkCYI 

5.
আল্লাহকে বলো 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: আশরাফুল ইসলাম জয়নাল (বাংলাদেশ) 
 সুরকার: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
https://youtu.be/xpufNRb9ad8?si=EdmsYhVlHRsWXDNv 
Famous tune 

6.
ঈদ মোবারক
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুর ও শিল্পী: ইকরাম আলী (কোলকাতা) 
Studio Light 
https://youtu.be/MGBqPksy6pE 

7.
চলো যায় ওই মিছিলে সামিল হই 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: এম ডি নাজিবুল ইসলাম 
Alokbarta Shilpi gosthi 
https://youtu.be/s09-Xlo3MC4 

8.
লেখাপড়া 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: সারিহা, নুহা মাহজাবিন, তাসনিম, মুসাদ্দিকা, আতিয়া (হাওড়া জেলা) 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ)
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)
Konther Sur 
https://youtu.be/wagCZ69O1HI 

9.
মানুষের বন্ধু 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুর ও শিল্পী: ইকরাম আলী (কোলকাতা 
আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন পরিচালিত 
থিম সং 
পরিচালক: জুলফিকার আলী মোল্লা (রাজারহাট লাউহাটি) 
ideal social foundation
https://fb.watch/k-SO3wQ7od/?mibextid=ZbWKwL  

10. 
মিথ্যা কভু বলো নাকো সোনা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুর ও শিল্পী: মিনহাজউদ্দীন আবদুল্লাহ (মুর্শিদাবাদ) 
https://youtu.be/DBLVOIFAMj4?si=Mu3ST2pH_Z3wfOgp 

11. 
কষ্ট গুলো আল্লাহকে বলো 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
ফেমাস টিউন
https://youtu.be/OaQzFF14Buw?si=ytBeELR1kn8KcfUy 

12. 
কুদৃষ্টি বদলে ফেলো 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/XTW7_dnyNLY?si=9NXfcB3ZYu62zPSV 

13. 
মাটির খাঁচা
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/4H65l3YLCyQ?si=D3W5Jcf5zou8sSFe 

14. 
মিটি মিটি জ্বলে তাঁরা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: মহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/HKQKp0U5pXE?si=r3t0nCSY2TOMwzLi 

15. 
রাসূলের ভালোবাসা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: মহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/kdjMTvvHj9U?si=GrVuGN0gcjK3JbZi 

16. 
আল্লাহর ভালোবাসা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: মধ্যপ্রাণ শিল্পী গোষ্ঠী 
https://youtu.be/__LGW-xkEPE?si=sYBbfOG_9u6M5fv_ 

17. 
নবীর দিওয়ানা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা) 
https://youtu.be/u_qINcrU1eY?si=ezcUIQuUvEm7J9tU 

18. 
বন্ধু খায় বন্ধুর গোস্ত 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: সংগ্রহীত 
শিল্পী: কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)
https://youtu.be/VqW5O5qtaTc?si=t952hivJciPuVqAO

19. 
থিম সং : যেখানেই শিক্ষা সেখানেই আমরা 
কথা: তরিকুল ইসলাম খালাসী   
সুরকার ও শিল্পী: মিনহাজ উদ্দিন আবদুল্লাহ (মুর্শিদাবাদ) 
https://fb.watch/oQQEjWH0JG/?mibextid=ZbWKwL 

20. মিথ্যা মায়া 
কথা: তরিকুল ইসলাম খালাসী   
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: হেভেন টিউন সাতক্ষীরা 
https://youtu.be/rNZG21pgPKU?si=kvmH-gw2oLUDYzoP 

21. রবের ভালোবাসা 
কথা: তরিকুল ইসলাম খালাসী   
সুরকার: সাহাফিন আহমেদ (বাংলাদেশ) 
শিল্পী: হাফেজ তানভীর ইসলাম
কলরব শিল্পীগোষ্ঠী 
তারানা স্টুডিও বাংলাদেশ 
https://youtu.be/NZs93Kdjm6M?si=Czahp97AWOscUjmW 

22. চাঁদ দেখো রোজা রাখো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ)
স্টুডিও আরাফার শিশু শিল্পীরা 
https://youtu.be/52Ab0BEl_a4?si=zd7wdfn2FF4905z8 

23. কুরআনের পাখি গুলো ডেকে বলে যায় 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ) 
শিল্পী: শিশু শিল্পী আদিবুল হাসানাত (বাংলাদেশ)
স্টুডিও তালহা  
https://youtu.be/lt5_7y4Kros?si=hWog_UKnBlwVPMT3 

24. আলিফুন বা 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুর: সংগ্রহীত 
শিল্পী: কন্ঠের সুর শিল্পীরা 
কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)
https://youtu.be/IxzOYaNCtKM?si=j8_40baaKvxVObd6 

25. সংগ্রামী তিতুমীর 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: হাসানুর ইসলাম (কোলকাতা) 
মাদানী স্টুডিও 
https://youtu.be/bthYyj7ROxQ?si=1dyu2HY58jQ1OnSI 

26. রাসূলের প্রেম 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: ফারিন মুনতাহা নুসাইবা 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
women's heaven tv  
https://youtu.be/sRhjq0KmB-0?si=Y-IXyecI6MuUJC8i 

27. বৈধ পথে 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: মধ্যপ্রাণ শিল্পী গোষ্ঠী 
https://youtu.be/InUojI3fcvY?si=7WkgLJ51HRXW_ZMz 

28. কার নামেতে কুহু কুহু 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: শেখ ইসমাইল (বাংলাদেশ) https://youtu.be/wPXy_qGavf4?si=cHRyyGYzEYJR_zeP 

29. আলিফুন বা 2 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুর: সংগ্রহীত 
শিল্পী: কন্ঠের সুর শিল্পীরা 
কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)  
https://youtu.be/Aj_yp5gXCco?si=UKhFDP75om7F9DNs 

30. ক্ষমা করে দাও 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: মুহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
পরিবেশনায়: রংধনুর দল শিল্পী গোষ্ঠী https://youtu.be/6hMFXPRO3yg?si=0HH8x0_NrEY2Jccj 

31. কুরআন 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: রংধনুর দল শিল্পী গোষ্ঠী https://youtu.be/LZfW8GxGzdY?si=wVgZvmNIcg175l4E 

32. রাব্বানা 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: নাবিল আদনান (বাংলাদেশ) 
শিল্পী: রবিউল ইসলাম (বাংলাদেশ) 
পরিবেশনায়: হেভেন টিউন https://youtu.be/0pKw8wiT8e4?si=cwSCFpWac99txvkG 

34. নেকীর খাতা পুরন করো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও ওয়ান https://youtu.be/LRowk-AuhHQ?si=czgwxLUsMe6FZwsX 

35. দ্বীনদারিতা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: রংধনুর দল শিল্পী গোষ্ঠী https://youtu.be/YlVlNlGsT7c?si=5w2cK7f_r1WFJ8NT 

36. ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ে 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: মুহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
পরিবেশনায়: ফেমাস টিউন https://youtu.be/muZoQTPYHbw?si=BAirtWAIlQBqXmpp 

37. গীবত 
কথা : তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: মুহাম্মদ ফাহিম (বাংলাদেশ)
শিল্পী: আরবিত আরাফ (বাংলাদেশ) 
ফেমাস টিউন https://youtube.com/watch?v=8ZbSviQcwPc&si=Svmd3SZe0MSa9pHq 

38. তোমারি অধীন 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ) 
শিল্পী: মাহফুজ রহমান নাহিদ (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও তালহা https://youtu.be/hF2Iv8nBXh0?si=oUCabWBqMc0JXpO4 

39. মনের খবর তুমিই জানো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
https://youtu.be/uAGjaNMCUEU?si=mWQ7Pl9ZFhdDbid8 

40. মুহাম্মদ রাসূল (সাঃ) 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও ওয়ান https://youtu.be/3SPRVgvMVGM?si=BZDq6wXYzlwAwyxD 

41. রবের থেকে নাগো চেয়ে 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ) 
শিল্পী: মুনতাসির ফাহিম (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও তালহা https://youtu.be/gQBSRfBFKb4?si=lm14Q5DYQAwxLIzc 

42. ত্যাগের মাসের কুরবানী 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
খুলনা হেভেন টিউন শিল্পী গোষ্ঠী https://youtu.be/7wY9AJVOUPg?si=79xFL7qRSxbD8_jr 

43. গীবত 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: আব্বাস উদ্দিন 
https://youtu.be/Mblr2xWArLs?si=I5MhU19jdF8tzTIN 

44. রবের তরে 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: আব্বাস উদ্দিন 
https://youtu.be/vMutbcDHxK0?si=ynB6rFHR2_Htkr0P 

45. থিম সং: এম এস এইচ পাবলিক স্কুল 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: তাহসিন বিন আহসান (বাংলাদেশ) https://youtu.be/rTzLxJZ8_uE?si=YZ-O_vA4UqS1TTuh 

46. রবের পথে এসো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: তাহসিন বিন আহসান (বাংলাদেশ) 
পরিবেশনায়: তামাদ্দুন শিল্পী গোষ্ঠী হাওড়া 
https://www.facebook.com/share/v/Bcvh6cWAdHB1pVw3/ 





দেখো প্রিয় নবী মুহাম্মাদের

দেখো প্রিয় নবী মুহাম্মাদের 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

দেখো প্রিয় নবী মুহাম্মাদের
পথটি মধুময়, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................ 

এই পথে এসেছিলেন 
শত শত সাহাবাগণ, 
এই পথেই পেয়েছিলেন 
তাঁরা মুক্তির সন্ধান । 
এই পথে থাকতে আমি  
শহীদি মরণ চাই, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................ 

এই পথে শহীদি সম্মান 
দিলে ওগো রাব্বানা, 
এই পথে জাহান্নাম হারাম 
করেছো জান্নাত ঠিকানা ।  
এই পথেই কবুল করো 
ওগো মাবুদ দয়াময়, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................।।

মরণের পরের হিসাব



মরণের পরের হিসাব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মরণের পরের হিসাব 
জানতে যদি মন, 
কখোনোই ধোঁকায় পড়ে 
কাটতো না জীবন । 
মরণের পরের............. 

কখোনো পড়তে না ওই
মায়ার জালে, 
কখোনোই কাটতো না দিন 
মিথ্যা বলে । 
তখনও পেতে সময়... 
গড়তে জীবন, 
নিজেকে করতে তুমি 
পুনঃ গঠন । 
মরণের পরের............. 

তুমি কখনোই ছলচাতুরি 
করতে না, 
হিসাব ছাড়া অসৎ পথে
চলতে না ।  
তুমিই সদা করতে তখন...
কুরআন সাধন, 
যে কুরআন এসেছে ওই 
গড়তে জীবন । 
মরণের পরের............. ।।




জায়নামাজে কাটলে সময়

জায়নামাজে কাটলে সময় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জায়নামাজে কাটলে সময়
রবকে পাবে ভাই,
রবকে খুশি করতে তুমি 
যাও চলে সিজদা'ই । 
ওই সিজদাতে রবের ডেকে 
মনের কথা বলতে হয় । 
জায়নামাজে কাটলে.......... 

রবের প্রতি আস্থা যদি 
না থাকে তোমার, 
কেমন করে পাবে তবে 
রবের ওই দিদার । 
সেই দিদার পেতে রবের দ্বারে 
হাতদুটি ভাই তুলতে হয় । 
জায়নামাজে কাটলে..............

রবের আদেশ মেনে যদি
যায় কেটে দিন,
তবে তুমিই হবে সম্মানীত 
জানি যে সেদিন । 
তাই রবের ভালোবাসা পেতে 
পথেই তোমার থাকতে হয় ।
জায়নামাজে কাটলে..............।।

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে 
রাখবে ঈমান কেমন করে ! 
ভাই ভাইয়ে নেই মিল 
অন্তরে দিলো খিল 
কুলষিত এ জীবন
কাটে অন্ধকারে ।
দাজ্জালের ফিতনা.................. 

পোশাকে ঢেকে দাজ্জাল 
নিজেকে আওলিয়া মনে করে, 
ফিতনা ফাসাদের বুলি 
দিকে দিকে দেয় ভরে ।
ওই দাজ্জাল থেকে তাই
শতর্ক থাকা চাই  
সত্য দ্বীন'টি পালন করে ।
দাজ্জালের ফিতনা.................. 

দাজ্জাল সদা ব্যস্ত 
দলটি ভারী করবার তরে, 
যারা হবে তার অধিনস্ত 
তারা থাকবে ধ্বংসের কিনারে ।
সেই ধ্বংস থেকে তাই
ওগো রব ক্ষমা চাই 
ক্ষমা করে দাও এই বান্দা'রে ।
দাজ্জালের ফিতনা................... ।।






বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

একদিন ভূবন থেকে

একদিন ভূবন থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

একদিন ভূবন থেকে
দেবো পাড়ি, 
আমার থমকে যাবে 
সময়ের ঘড়ি । 
আসবে রেখে নির্জনে সব 
আপনও স্বজন, 
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে..............

বিলাসবহুল গাড়ি বাড়ি 
গড়েছি ঘুষের টাকায়, 
সব হারিয়ে এখন আমি 
হয়েছি নিরুপায় । 
আমার এই নিরুপায় জীবন যদি....
জানতো কারোর মন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. 

শত অপরাধ সঠিক বলে 
কাটিয়েছি দিন, 
চোখে সেদিন লাগতো আমার 
সবই যে রঙিন । 
সেই রঙিন মায়ার হাতছানিতে....
আজ আমার এই পতন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. ।।



মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো ভাগ করে নিই ঈদ আনন্দ
ভুলে যায় সকল দ্বন্দ 
মিলে মিশে হই একাকার । 
এসো দূর করে দিই নিন্দা মন্দ 
নতুন সুরে বাঁধি ছন্দ 
পথশিশু হাঁসুক ওই আবার । 
এসো ভাগ করে নিই............... 

এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
হেঁসে খেলে ঈদ আনন্দ 
কাটায় ভালোবেসে । 
সেই ভালোবাসা হোকনা আবার 
দূর হয়ে যাক মনের আঁধার
ভাগ করে খাই খাবার ।
এসো ভাগ করে নিই............... 

এসো বসন্তের ফুল হেঁসে উঠুক
সকল ভালোবাসায়, 
নতুন ছন্দ থাকবে লেখা 
ইতিহাসের পাতায় । 
সেই ইতিহাস পড়বে দেখো 
আনন্দে মন তখনও থেকো 
ক্ষমার চোখেই দেখো যে সবার ।
এসো ভাগ করে নিই............... ।।


শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয় 
তুমিই হবে বিজয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে.........

শোনো প্রিয় দেখোনি 
ফিরাউনের বাহিনী, 
রবের হুকুম ব্যাতিরেকে
বাঁচতে ওরা পারিনি । 
সেই রবের পথে যায় ডেকে 
ও প্রিয় তোমায়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... 

ধ্বংস হলো আবরাহার 
হস্তি ওই বাহিনী, 
সূরা ফিলে নাযিল হলো 
খুলে দেখো কাহিনী । 
বিজয় দেখো রবের পথে 
ইতিহাসের পাতা কয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... ।।


এই বরকত মাস'টা যেন

এই বরকত মাস'টা যেন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমি রোজাদার.. তুমি রোজাদার 
যদি মিথ্যা কথা বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 

ঝগড়া বিবাদ চোগলখুরি
যদি এই দেহে থাকে, 
সওয়াব পাবে কেমন করে
তুমি রবের পক্ষ থেকে । 
উপোষ থাকার মাস তো নয়...
ভাবতে তোমায় বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি ।  
আমি রোজাদার............

তুমি যদি হও চরিত্রবান 
আমানাত রক্ষাতে, 
সফলতা পাবে বন্ধু
এই রোজার মধ্য হতে ।
এই বরকত মাস'টা যেন... 
যায়না খালি খালি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 
আমি রোজাদার............।।

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কলকাতা )

এসো ভাগ করে নিই 
ঈদ আনন্দ, ঈদ আনন্দ, 
এসো সব ভুলে যাই
আর কোনো নয় দ্বন্দ । 
এসো ভাগ করে.........

এসো মিলে মিশে হই একাকার 
দূর হোক মন্দ,
এসো নতুন সুরে বাঁধি আবার 
সেই মিলনের ছন্দ, 
সেই মিলনের ছন্দ ।
এসো ভাগ করে......... 

এসো পথ'হারাদের হাঁসি ফুটায় 
বসন্তের ফুল যেমন হাঁসে, 
এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
থাকি সবার পাশে ।
এসো ভাগ করে......... ।।

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বীন কায়েমের পথে

দ্বীন কায়েমের পথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার চেষ্টা যদি হয়
দ্বীন কায়েমের পথে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 

বিজয় হওয়া না হওয়া তো 
তোমার আমার হাত নয়, 
দুহাত তুলে বারে বারে 
রবের কাছে চাইতে হয় । 
সেই চাওয়াটা নাও গো চেয়ে... 
উঠে ওভাই নিশিরাতে,
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. 

তোমার জীবনটাকে নাও সাজিয়ে 
ওমর আলীর মতো করে, 
বিপদ এলে ধরলে সবর 
শান্তি পাবে ঘরে ঘরে ।
সেই শক্তির পথে শান্ত ভাবে... 
যদি জীবন পারো সঁপে'দিতে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. ।।

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

কতো সুন্দর করে সৃষ্টি করেছো

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু তুমি আমাকে, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
আকাশ বাতাস ওই সাগর, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
বৃক্ষ তরুলতা কাঁকর পাথর । 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু বহমান নদীকে, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   
কতো সুন্দর করে...........

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
হাজারো নিয়ামত,  
বান্দার তরে তাই দিয়েছো তুমি 
পাঁচ ওয়াক্ত সালাত । 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু রাত কে ।
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   
কতো সুন্দর করে...........।। 

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

অশ্লীলতা

অশ্লীলতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

অশ্লীলতা বেহায়াপনা 
দেখো ঘিরে চতুর্দিক, 
দিনে দিনে যাচ্ছে বেড়ে 
মানুষ হচ্ছে অমানবিক । 

সৃষ্টির সেরা মানুষ তুমি, 
রবের কাছে অতি দামী ।
তবু মানুষ তুমি কেমন করে 
স্রষ্টাকে দেও ধিক্ !  
দিনে দিনে যাচ্ছে বেড়ে 
মানুষ হচ্ছে অমানবিক । 
অশ্লীলতা............

শূন্য হাতে যেতে হবে, 
কে'বা আছে এই ভবে ! 
তুমি যাওয়ার আগে রবের কাছে 
নাও না চেয়ে ভিখ্ ।
দিনে দিনে যাচ্ছে বেড়ে 
মানুষ হচ্ছে অমানবিক । 
অশ্লীলতা............।। 






তুমি নিশিরাতে জেগে উঠে

তুমি নিশিরাতে জেগে উঠে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি নিশিরাতে জেগে উঠে
করলে কোরআন তেলাওয়াত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 

প্রিয় নবীর তেলাওয়াতে 
মুগ্ধ হতো কাফের গণ, 
অবুঝ মানুষ বুঝ পেয়ে সে 
আন্ত দ্বীনের প্রতি ঈমান । 
কুরআন সিনাই রেখো ও ভাই...
পেতে তুমি নাজাত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ 

কুরআন বুঝে এই জীবনে 
নাওরে মুসলমান, 
রবের কাছে বেড়ে যাবে 
তোমারো সম্মান । 
তার নিয়ামত যেওনা ভুলে.... 
তুমিই শ্রেষ্ঠ মাখলুকাত ।
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ ।।




সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আজরাইল এসে গেলে

আজরাইল এসে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি সঙ্গে নেবে 
এখনো দেখো ভবে, 
রবের নিকট কেমন করে
খালি হাত নিয়ে যাবে !!

আজরাইল এসে গেলে.....ওওওও 
সব কিছুই যাবে ভুলে, 
সেদিন তোমার দুঃখের দুঃখী 
বলো হবে কয়জনা ?? 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........

জীবনে ছলচাতুরি.....ওওওও 
করেছো বাহাদুরি, 
আমলনামার কথা টুকু
ভেবে দেখলে না ! 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........।।


বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কুরআন দিয়ে গড়লে জীবন

কুরআন দিয়ে গড়লে জীবন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন দিয়ে গড়লে জীবন
জীবন আলোকিত হয়, 
ওই জীবনে মৃত্যুর কোনো
থাকবে নারে ভয় । 

এপার থেকে ওপারে যাওয়ার 
সময় টুকু বাকি, 
রবের ওয়াদা হবেই পূরণ 
মেলে দেখো আঁখি ।
তোমার জন্য নাইরে ভাই
সময় থেমে নাই, 
কুরআন থেকে থাকলে দূরে 
হবেই পরাজয় ।
কুরআন দিয়ে গড়লে...........

কুরআন দিয়ে জীবনটাকে 
সাজিয়ে যদি ফেলো, 
অন্তরে আর থাকবে না তো 
কোনো আঁধার কালো ।
তোমার জন্য প্রিয় হাবিব
থাকবে অপেক্ষায়, 
তুমি হবে শ্রেষ্ঠ সেদিন 
সন্দেহ নেই নিশ্চয় ।
কুরআন দিয়ে গড়লে...........।।

তুমি যোগ্য নেতার বেশে

তুমি যোগ্য নেতার বেশে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যোগ্য নেতার বেশে 
নেতৃত্ব দেবে না !
তুমি পথহারা পথিকের পথ
কি দেখাবে না !

তুমি কি মুসা'র সঙ্গীদের মতো
কথা বলবে? 
তুমি কি রবের অসংখ্য নিয়মিত 
দেখেও অস্বিকার করবে ! 
তবে কি ভাবে সেদিন তুমি 
নাজাত পাবে বলোনা ।
তুমি যোগ্য নেতার...….......

তুমি এই যুগের রাহাবার 
অন্ধ বোবা নও জানি,
ওমরের মতো সাহস রাখো 
আবুবকরের মতো জ্ঞানী । 
সেই জ্ঞান যদি পথ না দেখায়
হবে জাহান্নাম ঠিকানা । 
তুমি যোগ্য নেতার...….......।।

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাওলানা দাউদ হাসান

মাওলানা দাউদ হাসান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চার দশক ধরে শিক্ষা দানে 
নিয়মিত মেহমান, 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 

তিনি সদা ব্যস্ত ছিলেন
দ্বীন কায়েমের তরে, 
দ্বীনের ছায়াতলে থাকবে মানুষ 
প্রতি ঘরে ঘরে । 
বুকে এমন আশা জমা রেখে 
তুললেন গড়ে হুসাইন । 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 
চার দশক ধরে.........

তার ছোঁয়াতে কতো শিশু 
হলেন আলেমেদ্বীন, 
তারই দেওয়া জ্ঞান'টি পেয়ে
জীবনটা রঙিন । 
তার অবদানের কথা ভোলা  
যায় কি কোনো দিন ! 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 
চার দশক ধরে.........।।

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

এসেছে রমাদান

এসেছে রমাদান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।

আকাশে চাঁদের ফালি 
নয়তো খালি খালি, 
এসেছে বাড়াতে ধরায়  
তোমার আমার ঈমান । 
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

থাকবে পেরেশানে  
এ মাসে শয়তান, 
শিকলে বাঁধবে তাকে 
রহিম রহমান । 
এ মাসের বরকতে 
কুরআনের পাতা থেকে 
নিরবে রবের ডেকে 
কতো ভাই নেবে জ্ঞান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

কতো ভাই রবের পথে 
নিজেকে তুলবে গড়ে, 
বুকেতে সাহস রেখে
খারাপ থেকে আসবে সরে । 
কুরআনের বাণীর ধ্বনী 
দিকে দিকে ভরবে জানি 
উচ্চস্বরে পড়বে সবাই 
রবের দেওয়া এই অবদান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।। 





দ্বীনের পথে ব্যস্ত থেকে

দ্বীনের পথে ব্যস্ত থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীনের পথে ব্যস্ত থেকে
কেটে যাক জীবন, 
এই জীবনে সাহাদাতের 
খুবই প্রয়োজন । 
এই আশাতেই যায় কেটে 
দিনের পর দিন, 
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন ।

সদা রাজি থেকো তুমি 
হে অন্ত অসীম, 
আমার তরে কবুল করো 
সিরাতুল মুস্তাকিম । 
মুস্তাকিমের পথেই যেন...
জীবন হয় রঙিন ।
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন । 
দ্বীনের পথে ব্যস্ত..............

কতো মানুষ পথ'হারাদের 
সাথী হয়ে আছে, 
তোমার আযাব নিয়ে তারা 
জাহান্নামে গেছে । 
ওই আযাব থেকে মুক্তি দিও...
কাল হাশরের দিন ।
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন । 
দ্বীনের পথে ব্যস্ত..............।।

মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

সুস্থ মনের খুবই প্রয়োজন

সুস্থ মনের খুবই প্রয়োজন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মনের ভেতর মন থাকে 
যায় না দেখা দূর থেকে, 
সেই মনটাকে সুস্থ রাখার 
খুবই প্রয়োজন । 
মনের সাথে দ্বন্দ্ব হয় 
এমন কাজের অভাব নাই, 
সেই কাজ'থেকে বাঁচতে তোমার 
রাখো মনের বাঁধন ।
মনের ভেতর মন.............

আঁধার তো আর নয়তো দিন 
আলোয় আলোয় হয় রঙিন 
দিনের তবু রাতের প্রয়োজন । 
মনের ব্যাধি মন থেকে 
দাও সরিয়ে আজ থেকে 
দেখো রবের নিখুঁত আয়োজন । 
মনের ভেতর মন.............

সৃষ্টি রবের এই ধরাতে 
কতো মন ওই প্রতিঘাতে 
টিকিয়ে রাখে জীবন । 
সেই জীবনের জীবন পথে 
বন্ধু করো রবের সাথে  
হোকনা তাতেও মরণ ।
মনের ভেতর মন.............।। 






মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কথায় কথায় বল তুমি

কথায় কথায় বল তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কথায় কথায় বল তুমি 
শুধুই মিথ্যা কথা, 
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা ।

তিনি যেমন রহমান 
তেমন তিনি কাহহার, 
তার বিচারে হবেনা তো
কখনোই অবিচার । 
তাই সেজদায় তাকে ডাকো তুমি... 
যখন থাকো একা ।
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা । 

যার নিয়ামত সদা সময় 
তুমি নিতে থাকো, 
তারি আদেশ মানতে কেন 
এতো নাটক রাখো । 
তাই সময় থাকতে সময়টাকে...
যদি হয় ভেবে রাখা । 
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা ।।


নষ্ট

নষ্ট 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

নষ্ট কারো করোনা,
নষ্ট তুমি হয়োনা । 
হিসাব ছাড়া তুমি কিন্তু 
নাজাত পাবে না, 
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো..............

নষ্টামিতে কাটলে সময় 
জীবন হবে বরবাদ, 
দিকে দিকে বেড়ে যাবে 
ফ্যাসাদ আর ফ্যাসাদ ।
তাই বলবো তোমায় শোনো ওভাই.... 
সময় নষ্ট করোনা ।
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো..............  

কত অবুঝ ভাই-বোনেরা 
হয়রানি হয় পথে ঘাটে, 
সঠিক দিশা না পাওয়াতেই 
অসৎ পথে দিন কাটে । 
এই সমাজের দিশা দিতে ওভাই....
বসে তুমি থেকো না ।
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো.............. ।‌।


সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

অবৈধ প্রেম

অবৈধ প্রেম 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

অবৈধ প্রেম.. অসভ্য প্রেম.. 
জীবনটা করে দেয় অধঃপতন, 
সেই অধঃপতন মুখে দাঁড়িয়ে আছে
দেখো কতো ভাই ও বোন । 

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম.......

ঠাট্টার ছলে তোমার কলে কৌশলে
করিতে চাই হরণ,
দিকেদিকে ছড়িয়ে আছে দেখো ভাই 
এমন কত উদাহরণ । 
তাই বলি ওদের থেকে থাকো সাবধান...
নিজেকে করো মূল্যায়ন ।

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম.......

রবের পথে যদি ধাবিত হও 
সুন্দর হবে জীবন, 
জীবনের হিসাব পাবে তবে খুঁজে 
যদিও হয় মরণ । 
তাই বলি ওদের তুমি রাখো স্মরণ...
করোনা অনুকরণ ।।

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম..........।।



তাকওয়া

রোজার লিরিক 

তাকওয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

চাঁদ দেখো.. রোজা রাখো..
ঈমান শক্ত করো,
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।

রোজা রাখো নিয়ম জেনে 
রোজা কেন জানো!
অনাহারের খাবার দিতে
তুমি ভুলবেনা কখনো । 
রোজা মোদের বাড়ায় ঈমান 
জীবন শুদ্ধ করো । 
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।
চাঁদ দেখে রাখো...........

রোজা তো নয় শুধু শুধু 
উপবাস থাকা,
মিথ্যা অসৎ চুরি ব্যভিচার 
থেকেও দূরে থাকা ।
হালাল হারাম জেনে বুঝে 
রোজা পালন করো । 
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।
চাঁদ দেখে রাখো...........।।




বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

কচি মুখে ডাকো আল্লাহু'কে

কচি মুখে ডাকো আল্লাহু'কে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে, 
যিনি তোমার পালন কারি...
"নুয়াও" মাথা তার সম্মুখে । 

তুমি রাতের আঁধারে'তে 
থাকো যখন নিদ্রাতে, 
কে'বা তোমার দেয় পাহারা 
ক্লান্তি দূর করিতে ।
আবার জেগে ওঠার শক্তি বলো.... 
পেয়েছো কোথা থেকে ।
কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে ।
কচি মুখে.............

তুমি তার দয়া নিতে 
উঠে পড়ো মধ্যরাতে, 
সপ্ন গুলো নাও যে চেয়ে 
তোমার দুহাত পেতে । 
তুমি তোমার নাও গো চিনে.....
আপন মনিবকে ।
কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে ।
কচি মুখে.............।।

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

যদি তুমি কাটাও দিন

যদি তুমি কাটাও দিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি তুমি কাটাও দিন
দ্বীন কায়েমের পথে, 
সফলতা আসবে তোমার
দেখবে হাতে হাতে । 

ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 

সবর কারির সঙ্গী স্বয়ং 
আমার মহান রব,
করতে তুমি ভুলনা ভাই 
তারই সাথে ভাব । 
অবুঝ মানুষ পাইনা দিশা..... 
সে তো কোনো দিন । 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
যদি তুমি........…...........।

তুমি পাপাচারীর দলভুক্ত 
হলেই করবে তিরস্কার,
ভালো কাজের জন্য তোমায়
দিবে মহা পুরুস্কার । 
সেই পুরুস্কারের আশায় তোমার.... 
কাটুক এই জীবন ।
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
যদি তুমি........................।।