বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দেখো প্রিয় নবী মুহাম্মাদের

দেখো প্রিয় নবী মুহাম্মাদের 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

দেখো প্রিয় নবী মুহাম্মাদের
পথটি মধুময়, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................ 

এই পথে এসেছিলেন 
শত শত সাহাবাগণ, 
এই পথেই পেয়েছিলেন 
তাঁরা মুক্তির সন্ধান । 
এই পথে থাকতে আমি  
শহীদি মরণ চাই, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................ 

এই পথে শহীদি সম্মান 
দিলে ওগো রাব্বানা, 
এই পথে জাহান্নাম হারাম 
করেছো জান্নাত ঠিকানা ।  
এই পথেই কবুল করো 
ওগো মাবুদ দয়াময়, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন