মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো ভাগ করে নিই ঈদ আনন্দ
ভুলে যায় সকল দ্বন্দ 
মিলে মিশে হই একাকার । 
এসো দূর করে দিই নিন্দা মন্দ 
নতুন সুরে বাঁধি ছন্দ 
পথশিশু হাঁসুক ওই আবার । 
এসো ভাগ করে নিই............... 

এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
হেঁসে খেলে ঈদ আনন্দ 
কাটায় ভালোবেসে । 
সেই ভালোবাসা হোকনা আবার 
দূর হয়ে যাক মনের আঁধার
ভাগ করে খাই খাবার ।
এসো ভাগ করে নিই............... 

এসো বসন্তের ফুল হেঁসে উঠুক
সকল ভালোবাসায়, 
নতুন ছন্দ থাকবে লেখা 
ইতিহাসের পাতায় । 
সেই ইতিহাস পড়বে দেখো 
আনন্দে মন তখনও থেকো 
ক্ষমার চোখেই দেখো যে সবার ।
এসো ভাগ করে নিই............... ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন