তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
এই ধরাতে শ্রেষ্ঠ তুমি
করেছো আমার,
তুমি সময় মতো জুগিয়ে
দিয়েছো আহার।
তাই শুকুর গুজার করি মোরা
তোমায় বারে বার,
তুমিই মোদের মালিক মহান
করুণার আঁধার ।
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
তুমিই মোদের জীবন মরণ
হে রহমান,
মোদের তরে সাজিয়ে দিলে
ফুলেরও বাগান ।
সেই ফুলের সুস্বাদু মধু
করেছো যে দান,
তুমি যে মহান মাবুদ
তুমিই মহিয়ান ।
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
দিনের আলো রাতের আঁধার
মোদের তরে দিলে,
জানি তোমার হুকুম জারি
নিয়ম মতোই চলে ।
শুধু শয়তানের'ই ধোঁকায় পড়ে
মানুষ করে ভুল,
তাই তুমি রহিম তোমার জানি
নেই সমতুল ।।
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ.... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন