বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বীন কায়েমের পথে

দ্বীন কায়েমের পথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার চেষ্টা যদি হয়
দ্বীন কায়েমের পথে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 

বিজয় হওয়া না হওয়া তো 
তোমার আমার হাত নয়, 
দুহাত তুলে বারে বারে 
রবের কাছে চাইতে হয় । 
সেই চাওয়াটা নাও গো চেয়ে... 
উঠে ওভাই নিশিরাতে,
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. 

তোমার জীবনটাকে নাও সাজিয়ে 
ওমর আলীর মতো করে, 
বিপদ এলে ধরলে সবর 
শান্তি পাবে ঘরে ঘরে ।
সেই শক্তির পথে শান্ত ভাবে... 
যদি জীবন পারো সঁপে'দিতে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন