তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা ।
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা
জি’তা বি’ল-আম্রিল -মু’তা
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা' ।
মোরা তোমাকে জানাই স্বাগতম
ইয়া রাসুলুল্লাহ,
মোরা তোমাকে জানাই স্বাগতম
ইয়া হাবিবাল্লাহ ।
এই ধরার মাঝে তুমি শ্রেষ্ঠ গোলাপ
ওগো মোর কামলিওয়ালা ।
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.………
তোমার আগমনে মাতোয়ারা
এই বসুন্ধরা,
দিকে দিকে ফেরেস্তারা
দেয় পাহারা ।
তোমার আগমনে পথ চেয়ে থাকে হরিণ,
ছায়া দিতে ভোলেনি মেঘমালারা ।
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন