তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্,
যে পথে চলেছেন মোর নবী হজরত
সেই পথেই চল্ ।
চল্ চল্ - চল্................
আজ এসেছে সেই দিনের মেলা
দূর গতিতে চলছে কাফেলা
ঝান্ডা হাতে নিয়ে তাই
পথ এগিয়ে চল্ ।
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................
হযরতে হামজা বিলাল ওমর
খাব্বাব আলী আবু বকর
ওসমান গনি বড়ই জ্ঞানী
তাদের পথেই চল্ ।
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................
থাকতে সময় এগিয়ে চল্
সামনে এসেছে দুশমনের দল
জীবন থাকিতে দেব এ জীবন
পাবই একদিন ফল ।
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন