তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আজ ভাষণ দেয়ার মানুষ অনেক আছে
আমলের মানুষ খুঁজে পাওয়া দায়,
আপন স্বার্থ ছাড়া কেউ কয় না কথা
অন্তরে নেই আল্লাহর ভয় ।
হাজী গাজী আলেম সমাজ থেকে
আজ পায়না মানুষ উপকার,
লেখকের কলমেও নেই কোনো দিশা
শুধুই বেড়ে যায় হাহাকার ।
তবুও মানুষ নেই কোনো সচেতন....
জীবন হয়ে যায় খয় ।
আজ ভাষণ দেয়ার মানুষ................
এই প্রখর দাবদাহ বলা যায়
আমাদের পাপের ফল,
অবাধ্যতায় যায় কেটে দিন
ভাবিনা কেনো আসে অকাল ।
তবুও কেনো যেনো এই মানুষ....
রবের ভুলে যায় ।
আজ ভাষণ দেয়ার মানুষ................।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন