সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

হাজারো সৃষ্টি বানে ভেসে দেখো

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো 
দেখো হে রব, 
তোমারি তরে নত এ শির 
জনি তোমারি নিয়ন্ত্রণে সব ।

আমাদের ভালো খারাপ 
সবকিছুই জানো জানি 
হে মোর অন্তর্যামী ।
শত আশা বুকে করে 
তুলেছি হাত তব দ্বারে 
ফিরিয়ে দিওনা তুমি । 
হাজারো সৃষ্টি বানে………… 

যদি এটি আজব হয় 
তব দ্বারে ক্ষমা চাই,  
জানি তুমি নিরাশ কর না । 
সেই আশায় তব দ্বারে  
বারে বারে আসি ফিরে  
ওগো রব রহম করো না । 
হাজারো সৃষ্টি বানে………… ।। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন