তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
চার দশক ধরে শিক্ষা দানে
নিয়মিত মেহমান,
তিনি হলেন মাওলানা হজরত
দাউদ হাসান ।
তিনি সদা ব্যস্ত ছিলেন
দ্বীন কায়েমের তরে,
দ্বীনের ছায়াতলে থাকবে মানুষ
প্রতি ঘরে ঘরে ।
বুকে এমন আশা জমা রেখে
তুললেন গড়ে হুসাইন ।
তিনি হলেন মাওলানা হজরত
দাউদ হাসান ।
চার দশক ধরে.........
তার ছোঁয়াতে কতো শিশু
হলেন আলেমেদ্বীন,
তারই দেওয়া জ্ঞান'টি পেয়ে
জীবনটা রঙিন ।
তার অবদানের কথা ভোলা
যায় কি কোনো দিন !
তিনি হলেন মাওলানা হজরত
দাউদ হাসান ।
চার দশক ধরে.........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন