বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

কচি মুখে ডাকো আল্লাহু'কে

কচি মুখে ডাকো আল্লাহু'কে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে, 
যিনি তোমার পালন কারি...
"নুয়াও" মাথা তার সম্মুখে । 

তুমি রাতের আঁধারে'তে 
থাকো যখন নিদ্রাতে, 
কে'বা তোমার দেয় পাহারা 
ক্লান্তি দূর করিতে ।
আবার জেগে ওঠার শক্তি বলো.... 
পেয়েছো কোথা থেকে ।
কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে ।
কচি মুখে.............

তুমি তার দয়া নিতে 
উঠে পড়ো মধ্যরাতে, 
সপ্ন গুলো নাও যে চেয়ে 
তোমার দুহাত পেতে । 
তুমি তোমার নাও গো চিনে.....
আপন মনিবকে ।
কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে ।
কচি মুখে.............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন