বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

তুমি যোগ্য নেতার বেশে

তুমি যোগ্য নেতার বেশে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যোগ্য নেতার বেশে 
নেতৃত্ব দেবে না !
তুমি পথহারা পথিকের পথ
কি দেখাবে না !

তুমি কি মুসা'র সঙ্গীদের মতো
কথা বলবে? 
তুমি কি রবের অসংখ্য নিয়মিত 
দেখেও অস্বিকার করবে ! 
তবে কি ভাবে সেদিন তুমি 
নাজাত পাবে বলোনা ।
তুমি যোগ্য নেতার...….......

তুমি এই যুগের রাহাবার 
অন্ধ বোবা নও জানি,
ওমরের মতো সাহস রাখো 
আবুবকরের মতো জ্ঞানী । 
সেই জ্ঞান যদি পথ না দেখায়
হবে জাহান্নাম ঠিকানা । 
তুমি যোগ্য নেতার...….......।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন