বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

পৃথিবী একদিন

পৃথিবী একদিন  
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

পৃথিবী একদিন 
ছেড়ে তোমায় যেতে হবে, 
সেদিন আসার আগে 
ঘুম থেকে ওঠো জেগে
তুমি এই ভবে । 

কত রাজা মহারাজা 
সব গেছে চলে, 
সাথে করে নেইনি কিছু 
যায়নি কারো বলে । 
রবের ডাকে সাড়া দিয়ে 
খালি দুটি হাত নিয়ে 
তুমি কি যাবে ! 
পৃথিবী একদিন...........

যেতে তোমায় হবে যখন 
এখনো কেন বসে, 
দ্বীন কায়েমের জন্য তুমি 
জীবনটা দাও হেসে । 
শহীদ গাজীর দলে 
নামটা লেখা হলে 
জীবনটা ধন্য হবে । 
পৃথিবী একদিন..........।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন