রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

তুমি নিশিরাতে জেগে উঠে

তুমি নিশিরাতে জেগে উঠে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি নিশিরাতে জেগে উঠে
করলে কোরআন তেলাওয়াত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 

প্রিয় নবীর তেলাওয়াতে 
মুগ্ধ হতো কাফের গণ, 
অবুঝ মানুষ বুঝ পেয়ে সে 
আন্ত দ্বীনের প্রতি ঈমান । 
কুরআন সিনাই রেখো ও ভাই...
পেতে তুমি নাজাত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ 

কুরআন বুঝে এই জীবনে 
নাওরে মুসলমান, 
রবের কাছে বেড়ে যাবে 
তোমারো সম্মান । 
তার নিয়ামত যেওনা ভুলে.... 
তুমিই শ্রেষ্ঠ মাখলুকাত ।
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ ।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন