তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি মাফ কারি দান কারি
রহিম রহমান,
মোরা তোমার নামে তাই
গাই গুনগান ।
তোমার অসীম পাওয়া পেয়ে
ধন্য হয়েছি মোরা,
তবুও তোমায় গেছি ভুলে
হয়েছি পথ হারা ।
ক্ষমা করে দাও রহিম
তোমার এই বান্দার ।
তুমি মাফ করি……………
তোমার আদেশ ভঙ্গ করে
করেছি অপরাধ,
বারেবারে তোমার কাছে তাই
করি ফরিয়াদ ।
কবুল করো হে দয়াময়
তোমার এই বান্দার ।
তুমি মাফ কারি……………।।
________________________________
লেখা: হায়দ্রাবাদ থেকে ফেরার পথে ট্রেনে,
সময়: 08:30am
তারিখ: 19/11/2024
__________________________________
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন