বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আমার রব তুমি

আমার রব তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার রব তুমি
বিশ্ব মালিক, 
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 

তোমারই ধরনী 
সেজেছে সুন্দর, 
সৃষ্টি অপরুপ 
আহা কি মনোহর ।
তোমারই সিজদায় 
লুটিয়ে সব দিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব ............. 

তোমারই হুকুমে 
আসমান ও জমিন, 
রামধনু সাত 
রঙে রঙিন । 
তোমার এই দয়া 
পাই যে অধিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব .............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন