বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

হাজারো রাতের চেয়ে

হাজারো রাতের চেয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো রাতের চেয়ে 
এ রাত তোমার
যদি হয় বরকতময়, 
তাহলে কেন তুমি
রবে না জেগে  
রবের পাওয়ার অপেক্ষায় । 

তুমি কি জানো'না রব
কাছাকাছি থাকে রাতে, 
ডেকে কয় বারেবারে 
মুলাকাত করো তার সাথে । 
সেই মুলাকাত পেতে 
ওই নিশিরাতে
এসো থাকি অপেক্ষায় । 
হাজারো রাতের…………… 

তুমি কি গোনাহের খাতা 
নেবে না মাফ করে, 
সেই খাতা হয় কি দেখা 
দেখো মনে করে । 
আমল সাথী করো 
রবের পথটি ধরো 
তুমি পাবে বিনিময় । 
হাজারো রাতের…………… ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন