তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
ওগো মা আমি...
তোমারই কোলে এসেছি,
তোমার ওই
ভাষা তাই শিখেছি ।
এই ধরনীতে রবের দেওয়া
তুমি এক নিয়ামত,
মোদের তরে তোমারই পদতলে
রয়েছে জানি জান্নাত ।
সেই জান্নাত পেতে আমি...
তোমার দ্বারে এসেছি ।
তোমার ওই
ভাষা তাই শিখেছি ।
ওগো মা আমি.................
নিঃশ্বার্থ ভাবে ভালোবেসেছো
মা তুমি আমাকে,
আমার তরে করেছো শেষ
তুমিই নিজে কে ।
তাই তোমার তরে রবের কাছে...
এই দুহাত পেতেছি ।
তোমার ওই
ভাষা তাই শিখেছি ।
ওগো মা আমি................. ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন