শুক্রবার, ৩ মে, ২০২৪

ওরে বোকা হওয়া

ওরে বোকা হওয়া 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওরে বোকা হওয়া 
এতো সহজ নয়, 
বোকা হতে জানি একটা
সরল মন চায় ।
পিছনে তাকালেই 
চালাকে'রা ঠকাই, 
সেখানে ঠকার 
কোনো ভয় নাই । 

পথে ঘাটে চলতে মানুষ 
কতোই না যাই ঠকে, 
বোকা হলে কয় না কটু 
উল্টো করে তাকে । 
আমি তাই এই ধরাতে 
বোকা থাকতে চাই। 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... 

কাকে কতো যায় ঠকানো 
হয় প্রতিযোগিতা, 
টাকা দিয়ে যায় না কেনা 
কখনোই ভদ্রতা । 
তবু কেন মানুষ গুলো 
মানুষেরই ঠকাই । 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন