তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
দ্বীন ইসলামের পথেই যদি
সময় কাটে তোমার,
রবের ওয়াদা হবেই পূরন
হবে জান্নাতেরই হকদার ।
বলি তাই শোনো ও ভাই
রবের হুকুম ছেড়োনা,
রবকে ভুলে গেলে তুমি
হবে জাহান্নাম ঠিকানা ।
তুমি ষোল আনা গড়তে জীবন
হও ইবাদাত গুজার ।
রবের ওয়াদা হবেই পূরন
হবে জান্নাতেরই হকদার ।
দ্বীন ইসলামের.................
জান্নাতের ওই নমুনা দেখো
কুরআন পাকে লেখা,
জাহান্নামের বিশাল আযাব
প্রিয় নবীর চোখে দেখা ।
সেই নবীর ওয়ারিস হতে তোমার
হতে হবে পরহেজগার ।
রবের ওয়াদা হবেই পূরন
হবে জান্নাতেরই হকদার ।
দ্বীন ইসলামের.................।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন