সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

অবৈধ প্রেম

অবৈধ প্রেম 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

অবৈধ প্রেম.. অসভ্য প্রেম.. 
জীবনটা করে দেয় অধঃপতন, 
সেই অধঃপতন মুখে দাঁড়িয়ে আছে
দেখো কতো ভাই ও বোন । 

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম.......

ঠাট্টার ছলে তোমার কলে কৌশলে
করিতে চাই হরণ,
দিকেদিকে ছড়িয়ে আছে দেখো ভাই 
এমন কত উদাহরণ । 
তাই বলি ওদের থেকে থাকো সাবধান...
নিজেকে করো মূল্যায়ন ।

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম.......

রবের পথে যদি ধাবিত হও 
সুন্দর হবে জীবন, 
জীবনের হিসাব পাবে তবে খুঁজে 
যদিও হয় মরণ । 
তাই বলি ওদের তুমি রাখো স্মরণ...
করোনা অনুকরণ ।।

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম..........।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন