মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

যদি তুমি কাটাও দিন

যদি তুমি কাটাও দিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি তুমি কাটাও দিন
দ্বীন কায়েমের পথে, 
সফলতা আসবে তোমার
দেখবে হাতে হাতে । 

ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 

সবর কারির সঙ্গী স্বয়ং 
আমার মহান রব,
করতে তুমি ভুলনা ভাই 
তারই সাথে ভাব । 
অবুঝ মানুষ পাইনা দিশা..... 
সে তো কোনো দিন । 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
যদি তুমি........…...........।

তুমি পাপাচারীর দলভুক্ত 
হলেই করবে তিরস্কার,
ভালো কাজের জন্য তোমায়
দিবে মহা পুরুস্কার । 
সেই পুরুস্কারের আশায় তোমার.... 
কাটুক এই জীবন ।
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
যদি তুমি........................।।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন