বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

তুমি যদি ঈমান এনে থাকো

তুমি যদি ঈমান এনে থাকো (গান)
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যদি ঈমান এনে থাকো 
সমস্যা তো থাকবেই তব দ্বারে, 
যদি সে সমস্যা হয় ফাঁসির দড়ি 
হাঁসি মুখে নিও তা বরণ করে । 

ঈমান আনার মানে নয় 
বিলাসী জীবন, 
মন চাইলে তবে রবের 
করবে শরণ । 
এ ঈমান মোনাফিকি করতে শেখায় 
তাই খালিস নিয়তে এসো ফিরে । 
তুমি যদি ঈমান ………… 

আল্লাহর প্রিয় হয়েও নবীগণদের 
পরিক্ষা দিতে হলো, 
মুখে নয় কাজে তাই সাহাবারাও  
ঈমানের তৃপ্তি পেলো ।
সেই ঈমান আমাদের মাঝে দিও রব 
তুমি অনুগ্রহ করে । 
তুমি যদি ঈমান ………… ।। 

________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 04:00pm 
তারিখ: 13/11/2024 
__________________________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন