তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি যদি ঈমান এনে থাকো
সমস্যা তো থাকবেই তব দ্বারে,
যদি সে সমস্যা হয় ফাঁসির দড়ি
হাঁসি মুখে নিও তা বরণ করে ।
ঈমান আনার মানে নয়
বিলাসী জীবন,
মন চাইলে তবে রবের
করবে শরণ ।
এ ঈমান মোনাফিকি করতে শেখায়
তাই খালিস নিয়তে এসো ফিরে ।
তুমি যদি ঈমান …………
আল্লাহর প্রিয় হয়েও নবীগণদের
পরিক্ষা দিতে হলো,
মুখে নয় কাজে তাই সাহাবারাও
ঈমানের তৃপ্তি পেলো ।
সেই ঈমান আমাদের মাঝে দিও রব
তুমি অনুগ্রহ করে ।
তুমি যদি ঈমান ………… ।।
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 04:00pm
তারিখ: 13/11/2024
__________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন