সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্বচ্ছ লেনাদেনা

স্বচ্ছ লেনাদেনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কর যদি ভাই
স্বচ্ছ লেনাদেনা, 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 

রব যদি খুশি হয়
তোমার প্রতি ভাই, 
তোমার সম কেবা আছে 
এই দুনিয়ায় । 
তুমি ওই কথাকে মান্য দিয়ে 
চলতে ভুলো না । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… 

রাতের অন্ধকারে যদি 
রবকে করো ভয়, 
জান্নাতের ওই খোশবু জানি 
তোমার তরেই রয় ।  
সেই রবের ভয়ে চলতে তোমায় 
বলেন রাব্বানা । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন