শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মনোবল (কবিতা)

মনোবল  (কবিতা)
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমরা কারো ভয় করি না
ক্ষয় করি না 
চলি হকের পথে, 
আমরা জানি সততা দিয়ে 
গড়তে হবে 
খোদার রহম পেতে ।

আমরা কথা বলতে জানি 
ভুলতে জানি 
জানি স্বপ্ন দেখতে, 
আমর স্বদেশ গঠনে আমি 
জানি জানি 
মানচিত্রটি আঁকতে ।

আমরা ভয়ে কাতর হয়ে 
হতাশ হয়ে 
লুকাতে কখনো জানি না, 
আমরা কখনো অবাধ্য হয়ে 
কুসঙ্গে পড়ে 
আপন মনোবল ভাঙি না । 

আমরা সদা ব্যস্ত থাকি 
জেগে আঁখি 
অসভ্যতা রুখতে, 
আমরা মাঝি আমরা বুঝি
শক্ত হাতে 
কেমনে হাল ধরতে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন