বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

যার ডাকে যেতে হবে

যার ডাকে যেতে হবে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যার ডাকে যেতে হবে 
দুনিয়া ছেড়ে, 
তারই পথে ডাকি তাই/ভাই
এসো ফিরে । 

থেকো না তুমি দূরে দূরে 
করোনা নষ্ট সময়, 
মনটার ভিতর রাখো শুধুই 
ওই রবের ভয় ।  
আসবে বিজয় তোমার তরে 
সকল বাঁধা সরে । 
যার ডাকে……………… 

কতো অবুঝ বুঝ যে পেলো 
এই পথে, 
তওবা করে মিলিত হলো 
রবের সাথে । 
সেই রবের পরম পাওয়া থেকে
যেওনা সরে । 
যার ডাকে……………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন