তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
দ্বীনের পথে ব্যস্ত থেকে
কেটে যাক জীবন,
এই জীবনে সাহাদাতের
খুবই প্রয়োজন ।
এই আশাতেই যায় কেটে
দিনের পর দিন,
হোকনা সে পথ যতুই আমার
বাঁধা সম্মুখীন ।
সদা রাজি থেকো তুমি
হে অন্ত অসীম,
আমার তরে কবুল করো
সিরাতুল মুস্তাকিম ।
মুস্তাকিমের পথেই যেন...
জীবন হয় রঙিন ।
হোকনা সে পথ যতুই আমার
বাঁধা সম্মুখীন ।
দ্বীনের পথে ব্যস্ত..............
কতো মানুষ পথ'হারাদের
সাথী হয়ে আছে,
তোমার আযাব নিয়ে তারা
জাহান্নামে গেছে ।
ওই আযাব থেকে মুক্তি দিও...
কাল হাশরের দিন ।
হোকনা সে পথ যতুই আমার
বাঁধা সম্মুখীন ।
দ্বীনের পথে ব্যস্ত..............।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন