বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কুরআন দিয়ে গড়লে জীবন

কুরআন দিয়ে গড়লে জীবন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন দিয়ে গড়লে জীবন
জীবন আলোকিত হয়, 
ওই জীবনে মৃত্যুর কোনো
থাকবে নারে ভয় । 

এপার থেকে ওপারে যাওয়ার 
সময় টুকু বাকি, 
রবের ওয়াদা হবেই পূরণ 
মেলে দেখো আঁখি ।
তোমার জন্য নাইরে ভাই
সময় থেমে নাই, 
কুরআন থেকে থাকলে দূরে 
হবেই পরাজয় ।
কুরআন দিয়ে গড়লে...........

কুরআন দিয়ে জীবনটাকে 
সাজিয়ে যদি ফেলো, 
অন্তরে আর থাকবে না তো 
কোনো আঁধার কালো ।
তোমার জন্য প্রিয় হাবিব
থাকবে অপেক্ষায়, 
তুমি হবে শ্রেষ্ঠ সেদিন 
সন্দেহ নেই নিশ্চয় ।
কুরআন দিয়ে গড়লে...........।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন