শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

আজ মানবতা কাঁদে

আজ মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ মানবতা কাঁদে 
কেন দেখো না মানুষ 
কেন দেখো না !
জালিমের জুলুম বাড়ে 
দিকে দিকে প্রতি ঘরে,  
নিরবে কেমনে থাকো 
একটু বলো না । 

ও মানুষ! একি মায়ের গর্ভে ছিলে 
কেমনে তা ভুলে গেলে, 
ওই তোমার আমার দুঃখিনী মায়ের 
প্রসাবের যন্ত্রণা !
ও মানুষ! নও যে তুমি অবুঝ প্রাণী.. 
তবু কেন হিংসা থেকে 
দূরে থাকলে না ।
আজ মানবতা…………… 

ও মানুষ! তুমি অঙ্গীকার করে ছিলে 
যাবে না রবকে ভুলে, 
সেই রবের পথে একটু চলার 
সময় পেলে না । 
ও মানুষ! ছাড়তেই হবে রবেনা ভবে..
এখনো সময় আছে 
ভেবে দেখো না ।
আজ মানবতা……………।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন