বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

এসেছে রমাদান

এসেছে রমাদান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।

আকাশে চাঁদের ফালি 
নয়তো খালি খালি, 
এসেছে বাড়াতে ধরায়  
তোমার আমার ঈমান । 
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

থাকবে পেরেশানে  
এ মাসে শয়তান, 
শিকলে বাঁধবে তাকে 
রহিম রহমান । 
এ মাসের বরকতে 
কুরআনের পাতা থেকে 
নিরবে রবের ডেকে 
কতো ভাই নেবে জ্ঞান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

কতো ভাই রবের পথে 
নিজেকে তুলবে গড়ে, 
বুকেতে সাহস রেখে
খারাপ থেকে আসবে সরে । 
কুরআনের বাণীর ধ্বনী 
দিকে দিকে ভরবে জানি 
উচ্চস্বরে পড়বে সবাই 
রবের দেওয়া এই অবদান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন