তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি কি জানো না...
জানো না ?
কেন মানো না...
তবে কেন মানো না !
দেহ থেকে যাবে ছেড়ে
প্রাণ পাখি,
চেয়ে রবে তোমার ওই
দুটি আঁখি ।
ও..ও...আ....হা.হা.হা...
আ....হা.হা.হা... আ....হা.হা.হা...
তবু কেন ভাবো না
নত দেহ হয় না...
কেন বলোনা !
তুমি কি জানো না...………
দেখো দেখো তুমি তো
বোবা নও,
শতবার ভেবে দেখো কার হুকুমেই
কথা কও !
সেই রবের হুকুম মানো
ভুলে যেওনা যেন
পাবেই যন্ত্রণা ।
তুমি কি জানো না...………।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন