তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
গল্পের ছলে বলোনা তুমি
অসৎ কোনো কথা,
যেসব কথা ধ্বংস করে
নেকির ওই খাতা।
ফেরেশতারা ব্যস্ত সদা
লিখতে তোমার আমল,
বুঝবে সেদিন আমলগুলো
আসল কিবা নকল ।
আমলনামা নকল হলে
লাগবে শুধুই ব্যথা ।
যেসব কথা ধ্বংস করে
নেকির ওই খাতা ।
গল্পের ছলে…………
সত্য কথা বলায় যদি
যায় চলে জীবন,
হাসিমুখে মেনে নিও
নেই তাতে বারণ ।
মনের মাঝে যদি না জাগে
ওই শহীদের কথা,
জানবে তবে শূন্য তোমার
নেকির ওই খাতা ।
গল্পের ছলে………… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন