তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
দ্বীনের পথে ডাকি তোমায়
দূরে দূরে থেকোনা,
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা ।
সময় তো আর নয়তো বেশি
আছে সন্নিকটেই,
জীবন গাড়ি দেবে পাড়ি
রবের শেষ হুকুমেই ।
তাই ভালোর ভালো আমল টুকু....
সঙ্গে নিতে ভুলোনা,
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা ।
দ্বীনের পথে ডাকি.....................
কতো সময় কেটে গেছে
জীবন অবহেলাতে,
আঁধার থেকে এসো ফিরে
ডাকি আলোর পথে ।
সেই আলোর পথে আঁধার রাতে...
রবের ডাকতে ভুলোনা ।
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা ।
দ্বীনের পথে ডাকি.....................।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন