বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্বৈরাচারী তোমায় দেখে

স্বৈরাচারী তোমায় দেখে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মুখটা চেপে ধরে
করেছো যে ভুল, 
সেই ভুলের'ই দিতে হলো 
তোমাকেই মাশুল । 
যুগে যুগে ফিরাউনের 
বংশ হলো শেষ, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 

হাজার হাজার ভাই বোনদের 
করেছো যে গুম, 
কতো মাকে কাঁদালে তুমি 
নিলে কেড়ে ঘুম ।
সেই মায়ের ওই চোখের জল 
এই পতনের মূল, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………

কতো ভাইকে রাখলে তুমি 
নিষ্ঠুর আয়না ঘরে, 
যুবক সে তো বৃদ্ধ হয়ে 
আজকে ঘরে ফেরে । 
ছাত্র সমাজ করেছে তাই 
তোমাকে নির্মূল ।
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন