বুধবার, ১০ জুলাই, ২০২৪

মা যে তোমার

 মা যে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দিয়োনা দিয়োনা ব্যাথা
তুমি তোমার মা'কে, 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  

মা যে তোমার আলোর দিশা, 
অনন্য এক ভালোবাসা ।
স্বপ্ন বনে আকাশ ছোঁয়ার
তোমার মুখটি দেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............

মায়ের মতো এতো আপন 
হয়েছে কি কেউ যে তেমন, 
কেমনে ভুলে থাকো তবে 
মা'কে দূরে রেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন