বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নেকীর খাতা পূর্ণ করো

নেকীর খাতা পূর্ণ করো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের ওই পক্ষ থেকে
নিওনা গজব ডেকে
ঠিকানা হবে ওই জাহান্নাম ।
এই দুনিয়ায় আমল করো 
নেকির খাতা পূর্ণ করো 
দিকেদিকে দাও ছড়িয়ে সুনাম । 
রবের ওই পক্ষ থেকে.................

ওই সৈরাচারী রাজা গুলোর 
সত্যি কেউ ভলে না, 
একেএকে ধ্বংস তারা হয়েছে ।
কতো পথিক পথহারা 
হয়েছে দিশাহারা  
কূল কিনারা সব হারিয়েছে । 
তাই ওদের থেকে থেকো দূরে 
মুক্তি পাবে কাল হাশরে 
আমলনামা সঙ্গে নিতে ভুলোনা একদম ।
রবের ওই পক্ষ থেকে.................

তুমি রবের আদেশ ছিন্ন করে 
জীবন নিয়ে থাকো পড়ে 
ছিলে কোথায় ভেবে দেখোনা, 
তোমার তরে সব নিয়ামত 
রবের সৃষ্টি এই জগৎ 
তবু ভুলে গেছো আপন ঠিকানা । 
ক্ষমা করো আমায় হে রব 
গোনহার বোঝা আছে যে সব 
দাও ঝরিয়ে আমার প্রতি করো যে রহম । 
রবের ওই পক্ষ থেকে.................।।

https://youtu.be/LRowk-AuhHQ?si=czgwxLUsMe6FZwsX

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন